ধামাকাদার অফার! জলের দরে Jio Laptop! ১ বছর আগে লঞ্চ করলেও এখন যা দাম….না কিনলেই লস

বাংলাহান্ট ডেস্ক : যে দামে বাজারে এখন ভালো স্মার্টফোনও পাওয়া যায় না, সেই দামে ল্যাপটপ নিয়ে এসেছে জিও। অবাক লাগছে? তবে আপনার অবিশ্বাস্য মনে হলেও বাম্পার অফার এনেছে মুকেশের সংস্থা। যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে জিওর এই ল্যাপটপ। ১৩ হাজার টাকারও কম দামে জিওর এই ল্যাপটপ পাওয়া যাচ্ছে বাজারে।

আরোও পড়ুন : শীত ভুলে যান! কাল থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

JioBook 11 ল্যাপটপ যখন বাজারে লঞ্চ হয়েছিল তখন এর দাম বেশ কিছুটা বেশি ছিল। তবে বর্তমানে নামমাত্র দামে পাওয়া যাচ্ছে JioBook 11 ল্যাপটপটি। বেসিক কাজের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কিনতে চান, তারা চোখ বুজে কিনতে পারেন JioBook 11 ল্যাপটপ। বিশেষ করে পড়ুয়াদের জন্য কম দামে এই ল্যাপটপ হতে পারে সেরা বিকল্প।

JioBook 11 ল্যাপটপের বিশেষ কিছু বৈশিষ্ট্য :

রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং অনলাইন মাধ্যমে পাওয়া যাচ্ছে JioBook 11। বর্তমানে এই ল্যাপটপটির দাম ১২,৯৯৯ টাকা। সংস্থা তরফ থেকে জানানো হয়েছে, জিও বুক ইলেভেন ল্যাপটপটি একবার ফুলচার্জ দিলে ৮ ঘণ্টা মতো চালানো যাবে। ১১.৬ ইঞ্চির আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। ল্যাপটপটির ওজন মাত্র ৯৯০ গ্রাম। তাই ল্যাপটপটি বহন করতে খুব একটা সমস্যা হবে না।

JioBook 11

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মেমোরি দেওয়া হয়েছে জিওর ল্যাপটপে। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে ইউজার ফ্রেন্ডলি বড় টাচপ্যাড এবং ইনফিনিটি কিবোর্ড। তবে বলে রাখা ভালো, ভারী সফটওয়্যার এই ল্যাপটপে সাপোর্ট নেবে না। যারা বেসিক কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে JioBook 11। এই ল্যাপটপের সম্পর্কে আরো জানতে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর