Jio-র অবিশ্বাস্য অফার! সিনেমা থেকে স্পোর্টস, সবকিছুই এখন ১ টাকায়…

Published on:

Published on:

JioHotstar lovers Good news for series and movie lovers for just 1 rupees

বাংলা হান্ট ডেস্ক: এবার সিনেমা অথবা সিরিজ প্রেমীদের জন্য রয়েছে। রয়েছে এক দুর্দান্ত খবর। কারণ জিও হট স্টার (JioHotstar) এখন মাত্র এক টাকায়। কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। কারণ অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে অনেকেই ইতিমধ্যে এই সুবিধাটি পেয়ে গেছেন বলে জানা গিয়েছে।

সিরিজ ও মুভি প্রেমীদের জন্য সুখবর! Hotstar এখন এক টাকায় (JioHotstar)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে হট স্টার (JioHotstar) এর তিন মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়। যদিও এর আসল দাম ৪৯৯ টাকা। তবে প্রথম এক মাস এক টাকা খরচ করলে আপনি দেখতে পারবেন সকল রকমের সিরিয়াল, সিনেমা ও সিরিজ।

JioHotstar lovers Good news for series and movie lovers for just 1 rupees

আরও পড়ুন: একঘেয়ে লাঞ্চে আনুন নতুনত্ব, পনির আর আলু দিয়ে বানান চমৎকার কোফতা কারি

তবে এই সময় থেকে ট্রায়াল পিরিয়ড বলা হচ্ছে। কারন এক মাস পর আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ৪৯৯ টাকা। এবং এক বছর প্ল্যানের জন্য আপনাকে দিতে হবে ১৪৯৯ টাকা। তবে এমনটা ভাবনার কোন কারণ নেই যে শুধুমাত্র এই সুবিধাটি জিও ব্যবহারকারীরাই পাবেন। সম্ভবত এই বিষয়টি তেমন নয়। এটি যে কোন নেটওয়ার্কের গ্রাহকেরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন। এবার এক নজরে জেনে নিন আপনার আদৌ এই অফারটি রয়েছে কিনা।

আপনার জন্য আদৌ এই অফার রয়েছে কি না জানুন:

প্রথমে ফোনে Jiohotstar ডাউনলোড করুন। এরপর নিজের নম্বর দিয়ে লগ ইন করুন। যে নম্বরে আগেই জিওহটস্টার লগ ইন করা আছে, সেই নম্বর ব্যবহার করবেন না। তারপর My Space অপশনে ক্লিক করুন। এবার সাবস্ক্রাইব প্ল্যানে ক্লিক করুন। তারপরেই দেখতে পাবেন এক টাকার অফারটি রয়েছে কিনা। যদি আপনি অফারটি দেখতে পান তাহলে সাবস্ক্রিপশন করে নিন। তবে মনে রাখবেন ৩০ দিন পর কিন্তু অটো ডেবিট হবে পুরো টাকাটাই (JioHotstar)।