বিয়ের পরে অনেকদিন পাইস হোটেলে খেয়েছি, শঙ্কর-ঐশানী আসলে আমার আর নীলাঞ্জনার গল্প: যিশু সেনগুপ্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন প্রেমী বাঙালির কাছে নিত‍্যনতুন সিরিয়াল (Serial) একরাশ আনন্দ বয়ে নিয়ে আসে। কিন্তু সিংহভাগ দর্শকদের অভিযোগ একটাই, সব সিরিয়ালের গল্পই এক ধাঁচে তৈরি। আলাদা স্বাদের গল্প মিলছেই না। এহেন দর্শকরাও মুগ্ধ হয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) এর প্রোমো দেখে। শঙ্কর ঐশানীর জুটি, তাদের সংসার আর পাইস হোটেল নতুন কিছু দেখতে পাওয়ার উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল‌। উপরি পাওনা যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) প্রযোজনা।

হ‍্যাঁ, ছোটপর্দায় নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। সঙ্গী স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদেরই সংস্থার ফসল হরগৌরী পাইস হোটেল। শহরে, বিশেষ করে উত্তর কলকাতায় ঢুঁড়লে এখনো পাওয়া যাবে অনেক পাইস হোটেল। কিছু কিছু আবার বহু বছরের ঐতিহ‍্য বহনকারী। কম দামে ঘরোয়া বাঙালি খাবার পেতে এই হোটেলগুলোর জুড়ি মেলা ভার। চাকচিক‍্যহীন ঠিকই, কিন্তু রান্নার স্বাদের দিক দিয়ে বড় রেস্তোরাঁকেও টেক্কা দিতে পারে।


এমনি এক পাইস হোটেলের গল্প নিয়ে আসছেন যিশু নীলাঞ্জনা। এই গল্প শঙ্কর ও ঐশানীর। শঙ্করের রোজগার এই পাইস হোটেল দিয়ে। অন‍্যদিকে ঐশানী আবার ধনী পরিবারের মেয়ে। পাইস হোটেলকে ঘিরে দুই ভিন্ন জগতের মানুষ কীভাবে এক হয়ে যায় সেটাই দেখানো হবে সিরিয়ালে।

সংবাদ মাধ‍্যমকে যিশু জানান, শঙ্কর আর ঐশানী আসলে তাঁর আর নীলাঞ্জনারই গল্প। ছোট থেকে ঢাকুরিয়ার পৈতৃক বাড়িতে বড় হওয়া যিশু নিজের সঙ্গে শঙ্করের মিল পান। অন‍্যদিকে স্ত্রী নীলাঞ্জনা মুম্বইয়ে ভিন্ন পরিবেশে বড় হয়েছেন। বিয়ের পরপর বেশ কয়েক মাস নাকি পাইস হোটেলেই খেতেন যিশু নীলাঞ্জনা। এই সিরিয়াল নস্ট‍্যালজিয়া উসকে দিয়েছে অভিনেতার।

https://www.instagram.com/p/CiJ0SB-qiGy/?igshid=YmMyMTA2M2Y=

পর্দায় শঙ্কর এবং ঐশানীর চরিত্র ফুটিয়ে তুলবেন রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ‍্যায়। আর প্রযোজক যিশু? তাঁকে দেখা যাবে না সিরিয়ালে? সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি অভিনেতা। যেকোনো সময়ে অবিশ্বাস‍্য ঘটনা ঘটলেও ঘটতে পারে বলে জল্পনা জিইয়ে রেখেছেন যিশু। ১২ সেপ্টেম্বর থেকে রাত ১০ টায় দেখা যাবে হরগৌরী পাইস হোটেল।

সম্পর্কিত খবর

X