বাংলা হান্ট ডেস্ক : কখনও কাজল তো কখনও আবার সামান্থা প্রভু রুথ__ বাঙালির হার্টথ্রব যিশুর (Jishu Sengupta) ব্যস্ততা এখন তুঙ্গে। টলিউডের পাশাপাশি বলিউড, তেলুগু সিনেমা, ওটিটি— সব মিলিয়ে সারা ক্ষণ কাজ করছেন তিনি। এহেন অভিনেতাই এবার সিরিয়াল কিলারের ভূমিকায়। আর তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। মান অভিমান মিটিয়ে অবশেষে একসাথে কাজ করছেন তারা। সম্প্রতি এইসব নিয়েই খোলামেলা আলোচনায় বসেছিলেন যিশু।
এমনিতে এখন যিশু সেনগুপ্তর ডেট পাওয়াই যায়না। তবে পুজোর আগে এইদিন একটু সময় বের করে নিয়েছিলেন অভিনেতা। যদিও ফোনে যে তিনি সবসময়ই উপলব্ধ থাকেন সেকথাও জানালেন। এতদিন পর সৃজিতের সঙ্গে কাজের প্রসঙ্গে যিশু বলেন, ‘সৃজিতের থ্রিলারের একটা আলাদা আবেদন অবশ্যই আছে। ওর পুজোর ছবি আমি আগেও করেছি। তবে সৃজিতের সঙ্গে পুজোর ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং আমি। আবার ছবিটা থ্রিলার। এই চারটে দিক একসঙ্গে পুজোয় আসায় অবশ্যই একটা বিরাট ব্যাপার হয়েছে।’
এমনিতে সৃজিত আর যিশুর মান অভিমানের পর্ব শেষ হওয়ার নয়। তবে এই ছবির জন্য কিভাবে রাজি হলেন তিনি? অভিনেতার স্পষ্ট জবাব, স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া আটকানো সম্ভব নয় এটাও তেমন সম্ভব নয়। কিছু ক্ষেত্রে মন কষাকষি হলেও দশম অবতারকে হ্যাঁ বলার কারণ হচ্ছে তার চিত্রনাট্য। যিশুর কথায়, তিনি ছবির গল্প এবং সেই গল্পে তার চরিত্রের গুরুত্ব কতটুকু সেটা দেখেই ছবি সাইন করেন। তার চরিত্র গুরুত্বপূর্ণ হলে দুটো সিনের অতিথি শিল্পী হিসেবেও অভিনয় করতে তার আপত্তি নেই।
আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা
এই প্রসঙ্গে উঠে আসে ‘সীতা রামন’র কথা। অভিনেতা জানান, এই ছবিটি তিনি করেছিলেন পরিচালকের অনুরোধে। তার ঐ ছোট্ট একটি চরিত্রের জন্য তিন মাস অপেক্ষা করেছিল নির্মাতারা। আর এই ভালোবাসা এবং সম্মান তিনি ফিরিয়ে দিতে চাননি। যিশুর কথায়, ‘তেলুগু ইন্ডাস্ট্রি আমায় ভাল অভিনেতা হিসাবে সেই সম্মানটা দেয়। আমি যে প্রযোজকের সঙ্গে এখন তিন নম্বর ছবি করছি, তারও একটা ছবিতে আমি অতিথি শিল্পী হিসাবে কাজ করেছি। কারণ, তিনি নাছোড়বান্দা ছিলেন। বলেছিলেন, আমি নাকি ওদের ‘লাকি চার্ম’!’
আরও পড়ুন : ‘শাড়িই পরতে পারতে’, কুর্তী পরে সাধভক্ষণ শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়
তবে এই আন্তরিকতা নাকি বাংলা ইন্ডাস্ট্রি তাকে দেয়না। এইদিন স্পষ্টই জানালেন যে, ‘এখানে তো আমায় সে ভাবে কেউ অনুরোধ করেন না! (একটু ভেবে) তবে আমি এখানেও কিছু কিছু করেছি। ‘কিশমিশ’ করেছিলাম।’ প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে যিশুকে যে কয়টি ছবিতে দেখা যাচ্ছে তার প্রায় প্রত্যেকটিই ধূসর চরিত্র। এসবই কি তার পরিকল্পনা মাফিক নাকি সবটাই গো উইথ দ্য ফ্লো? বেশ গুছিয়ে উত্তর দিয়েছেন যিশু।
আরও পড়ুন : আরও ‘নির্মম সত্য’ তুলে ধরবেন বিবেক! ‘কাশ্মীর ফাইলস ২’ নিয়ে মুখ খুললেন পরিচালক
অভিনেতার কথায়, ‘আমি কখনও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করি না। আসলে অভিনেতারা শুধু শুধু পরিকল্পনা করে কী করবে? সে রকম স্ক্রিপ্টও তো আসতে হবে। না হলে আবার প্রযোজক হয়ে যেতে হয়! আর আমার অত পয়সা নেই যে নিজে প্রযোজনা করে নিজের মতো ছবি করব। আর করলেই যে সে ছবিগুলো চলবে, তা-ই বা কে বলতে পারে!’ যিশুর এই কথায় অনেকেই মনে করছেন, কথাটা হয়ত দেব-কে কটাক্ষ করেই বলেছেন তিনি। যদিও তিনি গোটা সাক্ষাৎকারে কারোরই নাম নেননি।