বাংলাহান্ট ডেস্ক : ঠাণ্ডা মাথার, মজার মানুষ হিসেবেই পরিচিত যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তিনিই এবার মেজাজ হারালেন জনসমক্ষে। রীতিমতো ক্ষেপে উঠলেন জনতার উপরে। বর্ধমানে অনুষ্ঠান করতে গিয়ে কী এমন ঘটল যে মেজাজ এমন সপ্তমে চড়ল যিশুর (Jisshu Sengupta)? ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।
যিশুর (Jisshu Sengupta) সোশ্যাল মিডিয়া ভিডিও ঘিরে বিতর্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যিশুর (Jisshu Sengupta)। জানা যাচ্ছে, বর্ধমান টাউন হলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে জিন্স, কালো টিশার্ট ও হুডি পরে দেখা গিয়েছে যিশুকে (Jisshu Sengupta)। মঞ্চের সামনে উপচে পড়ছে ভিড়। কিন্তু হঠাৎ করেই মেজাজ হারান যিশু।

কী বলছেন নেটিজেনরা: ভিডিওতে দেখা যায়, জনতাকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘পেছোও, পেছনে যাও। সবাই দেখতে এসেছে’। এদিকে ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। যিশুকে (Jisshu Sengupta) ‘অহংকারী’ বলে কটাক্ষ শানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘মানুষের অহংকার বেশিদিন থাকে না।’ আরেকজন লিখেছেন, ‘ভীষণ অহংকার, একদিন সব শেষ হয়ে যাবে’। কেউ আবার লিখেছেন, ‘বড় গায়ক হয়ে গিয়েছে নাকি! এদের ফ্লপ সিনেমাও কেউ দেখে না’।
আরও পড়ুন : থিকথিকে ভিড় গঙ্গার ঘাটে, দুর্ঘটনা এড়াতে ছটে বিরাট রদবদল চক্ররেলে! কপালে হাত অফিস যাত্রীদের
অনেকে পাশে রয়েছেন যিশুর: অনেকে অবশ্য যিশুর (Jisshu Sengupta) পাশেও দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সম্পূর্ণ ভিডিও না দেখে বিচার করা উচিত নয়’। কয়েকজন আবার দেব, অরিজিৎ সিং এর সঙ্গেও তুলনা করে লিখেছেন, তাঁদের থেকে কিছু শেখা উচিত যিশুর (Jisshu Sengupta)। তবে এই ভিডিওর বিষয়ে কোনও মন্তব্য করেননি যিশু।
আরও পড়ুন : চন্দননগরের প্ল্যান বাতিল? কুছ পরোয়া নেই, রইল কলকাতার শতাব্দী প্রাচীন কিছু জগদ্ধাত্রী পুজোর খোঁজ
প্রসঙ্গত, বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন যিশু সেনগুপ্ত। বিভিন্ন ধরণের চরিত্রে নিজের অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলতে দেখা যাচ্ছে তাঁকে। বাংলায় শেষ বার ‘খাদান’ ছবিতে অভিনয় করেছেন যিশু। আগামীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা যাবে তাঁকে।













