বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় সম্পর্কের ওঠাপড়া লেগেই রয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরেই এ বিষয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। দীর্ঘদিনের জীবনসঙ্গিনী নীলাঞ্জনা শর্মাকে ডিভোর্স দিচ্ছেন তিনিই। জল্পনা উসকে দিয়ে যিশুর পদবী পরিত্যাগ করেছেন নীলাঞ্জনা। সেই সঙ্গে মিলিত প্রযোজনা সংস্থাও আলাদা হয়ে গিয়েছে তাঁদের।
মেয়ে সারাকে আনফলো করলেন যিশু (Jisshu Sengupta)
স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে দূরত্ব থাকলেও সন্তানদের প্রতি টান ছিল যিশুর (Jisshu Sengupta)। একাধিক বার তিনি জানিয়েছিলেন, বড় মেয়ে সারার সঙ্গে তাঁর কথা হয় মাঝেমধ্যে। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে তাঁর বিবাদ পৌঁছেছে নেট মাধ্যমেও। অনেক দিন আগেই নীলাঞ্জনাকে আনফলো করেছিলেন যিশু (Jisshu Sengupta)। এবার তালিকায় জুড়ল সারার নামও।
আরো অবনতি সম্পর্কে: সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন যিশু (Jisshu Sengupta) এবং সারা। তবে এখনও বিষয়টা নিয়ে মুখে কুলুপ এটে রেখেছেন তাঁরা। যদিও পরিস্থিতি স্পষ্টই বলছে, সম্পর্কের আরো অবনতি হয়েছে তাঁদের মধ্যে। তবে নিঃশব্দে হওয়া এই পরিবর্তন গুলি নিয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা যিশু বা সারা কেউই।
আরো পড়ুন : খালি পায়ে আগুনের মধ্যে হাঁটা দেখতে উপচে পড়া ভিড়, মন্দিরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের! আহত ৫০
আগেই কেরিয়ার শুরু করেছেন সারা: যিশু এবং নীলাঞ্জনার বড় সারা সেনগুপ্ত। অভিনয় কেরিয়ার অবশ্য অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। সৃজিত মুখার্জী পরিচালিত ‘উমা’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছিল সারার (Sara Sengupta)। পর্দাতেও যিশুর (Jisshu Sengupta) কন্যা হিসেবেই দেখা গিয়েছিল তাঁকে। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সারা। তখন অবশ্য অনেকটাই ছোট ছিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো পরিণত হয়েছেন যিশু নীলাঞ্জনা কন্যা।
প্রসঙ্গত, আগে একসঙ্গে প্রযোজনা সংস্থা খুলেছিল যিশু নীলাঞ্জনা। কিন্তু আগেই ওই সংস্থা থেকে সরে দাঁড়ান নীলাঞ্জনা। নিনি চিনিস মাম্মা নামে নতুন সংস্থা খুলেছেন তিনি। অন্যদিকে সৌরভ দাসের সঙ্গে আলাদা প্রযোজনা সংস্থা খুলেছেন যিশুও।