চাকরির খবর : মাধ্যমিক পাশ করে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে তে চাকরির সুযোগ,জেনে নিন বিস্তারিত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পাশেই মিলবে নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরির সুযোগ। আপনি এই চাকরিতে আবেদন করতে চান তাহলে জেনে নিন বিস্তারিত।

বিজ্ঞপ্তি নম্বর : ০৬/২০১৯ (NWR/AA)

এই পদে আবেদনের শুরুর তারিখ ৮ ই নভেম্বর ২০১৯ এবং আবেদনের শেষের তারিখ ৮ ই ডিসেম্বর ২০১৯

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের চাকরির জন্য আবেদন করতে হবে।

নিয়োগকারী সংস্থা: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে

পদের নাম : Trade Apprentice

কর্মস্থল : জয়পুর (রাজস্থান)

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে ITI যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

জাতীয়তা : প্রার্থীকে জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে অবশ্যই ভারতীয় হতে হবে আবেদন মূল্য জেনারেল এবং অফিসের জন্য ১০০ টাকা এবং ST/SC/PWD/মহিলাদের জন্য কোনও টাকা লাাগবে না।

নির্বাচনের পদ্ধতি : Merit
যোগ্যতার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি : উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট http://rrcjaipur.in/ এর মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পর্কিত খবর

X