বাংলাHunt : আইটি কর্মীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর কারণ বিশ্বজুড়ে যেভাবে একের পর এক বড় কোম্পানি আইটি কর্মচারীদের ছাটাই হচ্ছে তাতে কিছুটা হলেও দিশাহারা হয়ে পড়েছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার। গতকাল একটি প্রেস বিবৃতিতে জানা গেছে প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে টাটা কনসালটেন্সি
এর ফলে কম্পিউটার অভিগতা এবং নবাগত কম্পিউটার ইঞ্জিনিয়ার উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। জুন মাস থেকে বারো হাজার বেশি লোক নিয়োগ করেছে। টাটা এই চাকুরী গত পাঁচ বছরে যা সর্বোচ্চ বলে সূত্রের খবর। ৩০হাজার নতুন কম্পিউটার কর্মীদের ভারতের মাটি ছাড়া বিদেশের মাটিতে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে বলে সূত্র জানা যাচ্ছে।
দেশে যখন সরকারি চাকরি নেই বললেই চলে সেই জায়গায় কিছুটা হল নতুন দিশা দেখাতে শুরু করলো টাটা ।এর ফলে প্রচুর কর্মচারী আগামী দিন কাজ পাবে বলে মনে করা হচ্ছে।