সুখবর! কলকাতার এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্থ (All India Institute of Hygiene and Public Health)-এর তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত, এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কলকাতার কার্যালয়ে রয়েছে শূন্যপদ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

শূন্যপদের বিবরণ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের MBBS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তাঁদের সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, কমিউনিটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অথবা এপিডেমিওলজির মধ্যে যেকোনো একটি বিষয়ে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি থাকা প্রয়োজন।

প্রয়োজনীয় শর্ত: এর পাশাপাশি, আবেদনকারীদের সিনিয়র রেসিডেন্ট কিংবা টিউটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা লেকচারার পদে পূর্বে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতার পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল হেলথ, ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর বয়সি ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মাত্র ১৬ বছর বয়সেই বাজিমাত! AI-এর সৌজন্যে ১০০ কোটির কোম্পানির মালিক প্রাঞ্জলি

বেতন: এই পদে নিযুক্ত ব্যক্তিরা মাসে সাম্মানিক হিসেবে ৯৫ হাজার টাকা পাবেন। তবে, জানিয়ে রাখি যে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ১ কেজি সোনা, ৭ কেজি রুপো দিয়ে তৈরি রাম মন্দিরের পাদুকা! ঘোরানো হচ্ছে সারা দেশে, কবে পৌঁছবে অযোধ্যা?

নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Job opportunities in this central institution of Kolkata

গুরুত্বপূর্ণ তারিখ: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২৪ বেলা সাড়ে ১০ টার মধ্যে সমস্ত নথি সহ ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করতে হবে। দিতে হবে ৫০০ টাকার আবেদন মূল্যও। ওই দিনই দুপুর ২ টো থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর