বড় খবর! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। মূলত এবার, রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। ইতিমধ্যেই, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (Council of Scientific & Industrial Research, CSIR)-এর তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

শূন্যপদের বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইনোভেশন প্রোটেকশন ইউনিটের বিভিন্ন বিভাগে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের, জীববিজ্ঞান, কেমিক্যাল সায়েন্স, রসায়ন, কিংবা বায়োটেকনোলজিতে স্নাতক হতে হবে। এর পাশাপাশি যাঁরা মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজির মতো শাখায় ডিপ্লোমা অর্জন করেছেন তাঁদেরকেও শর্তসাপেক্ষে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় শর্ত: জানিয়ে রাখি যে, আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছর গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতনের পরিমাণ: এক্ষেত্রে প্রতি মাসে বেতন হিসেবে ২০,০০০ টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: বছর শেষে বড় খবর! লাফিয়ে বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সামনে এল পরিসংখ্যান

কিভাবে করবেন আবেদন: প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা যাচাই করে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে তা ইন্টারভিউয়ের দিন নিয়ে আসতে হবে প্রার্থীদের।

আরও পড়ুন: কৃষকদের জন্য এবার পুরস্কারের বৃষ্টি! দেওয়া হবে ১ লক্ষ টাকা এবং ট্রাক্টর, বড় উদ্যোগ রাজ্য সরকারের

নিয়োগ প্রক্রিয়া: জানা গিয়েছে, CSIR-এর নয়াদিল্লির কার্যালয়ে মোট চার দিন ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রে রসায়ন ও জীববিজ্ঞানের স্নাতকদের আগামী ১১ জানুয়ারি, ২০২৪-এ এবং ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স এবং মেকানিক্যাল শাখার স্নাতকদের আগামী ১২ জানুয়ারি, ২০২৪-এ ইন্টারভিউ নেওয়া হবে।

Job opportunity in central organization only through interview

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে। এছাড়াও জানিয়ে রাখি, চুক্তির ভিত্তিতে এই পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে যার মেয়াদ হল ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর