বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ সামনে এল। এবার কলকাতা মেট্রোতে (Kolkata Metro) চলছে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ওই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উপস্থাপিত করা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি।
কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেতন: এক্ষেত্রে প্রতি মাসে বেতনের পরিমাণ হবে ৫৩,১০০ টাকা থেকে ১,৬৭,৮০০ টাকা পর্যন্ত।
কাজের মেয়াদ: উল্লেখ্য যে, ডেপুটেশনের ভিত্তিতে স্বল্প মেয়াদের ভিত্তিতে কর্মীদের নেওয়া হবে। এমতাবস্থায়, কাজের মেয়াদ হল ৩ বছর। তবে, প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে বলেও জানা গিয়েছে।
বয়সসীমা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া উচিত। এছাড়াও মেট্রোর প্রোজেক্টে কিংবা রেলওয়েতে ১০ বছর কাজ করেছেন এমন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: ওই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে “হোমপেজ” থেকে সরাসরি “কেরিয়ার” অপশনে গেলেই ওই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানার জন্য আবেদনের আগে প্রার্থীরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, প্রার্থীর নাম, জন্মতারিখ, ঠিকানা-সহ বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রার্থীরা আগামী ৩ জুন সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে, তারপরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।