চাকরির বাজারে বড় খবর! কলকাতা মেট্রোতে শতাধিক শূন্যপদে নিয়োগ, কিভাবে করবেন আবেদন দেখুন

Published on:

Published on:

Job Recruitment has started at Kolkata Metro who can apply
Follow

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনিও যদি মেট্রোতে কাজ করার স্বপ্ন দেখেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ সম্প্রতি কলকাতা মেট্রো তরফ থেকে প্রকাশ করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি (Job Recruitment)। প্রতিবেদনে জেনে নিন কারা, কিভাবে এবং শেষ কত তারিখ পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা মেট্রোতে নিয়োগ শুরু,কারা আবেদন করতে পারবেন? (Job Recruitment)

রেলওয়েতে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ কলকাতা মেট্রোরেলের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে মোট শূন্য পদ রয়েছে ১২৮ টি। এবার দেখে নিন কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখে নিন কত বয়স থেকে ও কি যোগ্যতার ভিত্তিতে এই চাকরি আপনি পেতে পারেন (Job Recruitment)।

Job Recruitment has started at Kolkata Metro who can apply

আরও পড়ুন: মুসলিম মেয়েকে বিয়ে করায় পরিবারে চরম অশান্তি! বাবা–মাকে খুন করে দেহ টুকরো করে নদীতে ভাসানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

মোট শূন্যপদ- ১২৮

ফিটার- ৮২

ইলেকট্রিশিয়ান- ২৮

মেশিনিস্ট-০৯

ওয়েল্ডার-০৯

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। পাশাপাশি ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। সেই সঙ্গে NCVT বা SCVT সার্টিফিকেট থাকতে হবে। নাহলে আবেদন পত্র গ্রহণ করা হবে না। পাশাপাশি আবেদনকারীর বয়স ১৫ বছর হতে হবে। যার সর্বোচ্চ বয়সসীমা ২৪। এছাড়াও তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেশ কিছু ছাড় পাবেন।

এই চাকরির জন্য আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে। এরজন্য প্রথমে মেট্রোর ওয়েবসাইট –https://mtp.indianrailways.gov.in/ যান। সেখান থেকেই আপনি অনলাইনে আবেদন পত্রটি ফিলাপ করুন। এই আবেদনপত্রের মূল্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা।

তফশিলি জাতি ও উপজাতিদের কোনও ফি জমা দিতে হবে না। এছাড়াও প্রার্থী বাছাই হবে হবে দশম শ্রেণী ও আইটিআইতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। আর এই চাকরির আবেদন শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর ২০২৫, শেষ হবে ২২ জানুয়ারি ২০২৬ (Job Recruitment)।