বাংলা হান্ট ডেস্কঃ হকের চাকরির দাবি নিয়ে মহানগরীর (Kolkata) রাজপথে আজ চাকরিপ্রার্থীদের মহামিছিল। নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam) বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চের মহাজোট। তবে সূত্রের খবর, রাজ্য সরকারের ওপর ভরসা রেখে মহামিছিল থেকে বিরত থাকবে চাকরিপ্রার্থীদের দুই মঞ্চ।
চাকরিপ্রার্থীদের মহাজোটে থাকছে এসএসসির (SSC) নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীদের যুব ছাত্র অধিকার মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ নার্সিং ফোরাম, ২০১৪-র টেট পাশ ঐক্যমঞ্চ, ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত নন-ইনক্লুডেড একতা মঞ্চ, মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ, রাজ্য গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মঞ্চ, এসএসসির গ্রুপ-সি ও গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মঞ্চ, ২০১৮-র কলেজ সার্ভিস কমিশন মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের মঞ্চ।
অন্যদিকে, এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা’র তরফে এদিনের এই মহামিছিল সহ সরকার বিরোধী কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে মঞ্চের এক নেতৃত্ব মাহাফুজুর রহমানের বক্তব্য , ‘‘আমাদের সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের কাজ অনেকটাই এগিয়েছে। তাই আমরা সরকারি বিরোধী কোনও কর্মসূচিতে বা কার্যকলাপে অংশগ্রহণ করব না।’’ তবে অন্য আটটি সংগঠনের সঙ্গে বঞ্চনার বিরুদ্ধে যৌথভাবে পথে নামছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার পদপ্রার্থীদের অপর একটি মঞ্চ। তবে তাঁরা পরিষ্কার জানিয়েছেন তাঁদের এ দিনের আন্দোলন সরকার বিরোধী নয়।
পাশাপাশি, এসএসসি মারফত নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ‘বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ’ও বিরত থাকছে এ দিনের মিছিল থেকে। এ বিষয়ে তাঁদের নেতৃত্ব, শহিদুল্লা বলেন, ‘‘আমরা সোমবারের মিছিলে যোগদান করছি না। সরকার চাইছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে আমাদের নিয়োগ করতে। তাই আমরা অহেতুক বলপ্রয়োগ করে সরকারকে বিব্রত করতে চাইছি না। এই মুহূর্তে সরকারের সদিচ্ছাকে সম্মান জানাচ্ছি। আমরা নিয়োগের স্বার্থেই এই আন্দোলনে অংশগ্রহণ করছি না।’’
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর চাকরি প্রার্থীদের এই মহাজোটকে শান্তিপূর্ণভাবে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেইমতো সোমবার বেলা ১২টায় শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে ওই মিছিল।