বাংলাহান্ট ডেস্ক : ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। এই নিয়োগ হবে চুক্তির ভিক্তিতে। কিছুদিন আগে কলকাতা পুরসভা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট শূন্য পদের সংখ্যা ৮ টি। কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত বোর্ডের অধীনে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা গণিত থাকা আবশ্যক। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পদে আবেদনের যোগ্য। এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। বয়সসীমার ক্ষেত্রে সংরক্ষণ নীতি অনুযায়ী ছাড় পাবেন এসসি, এসটি, ওবিসিরা। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত সার্টিফিকেটের ফটোকপি পাঠাতে হবে।
মেরিট লিস্ট তৈরি করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডাকা হবে প্রাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ এর জন্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি পদ পিছু দশজন প্রার্থীকে ডাকা হবে। মাসিক ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য। আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি মন দিয়ে পড়ুন।