গ্র্যাজুয়েটদের জন্য দারুণ সুযোগ! BOI-তে শতাধিক নয়, ৫০০-র বেশি পদে নিয়োগ

Updated on:

Updated on:

Job Vacancy good news for job seekers! BOI has released a recruitment notification
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরির প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ BOI প্রকাশ করল ৫০০-র বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Vacancy)। আপনিও যদি স্নাতক উত্তীর্ণ হন। তাহলে আপনিও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শেষ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন? বেতন কত পাবেন, তার সমস্ত যাবতীয় তথ্য জেনে নিন।

চাকরিপ্রার্থীদের সুখবর! BOI প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি (Job Vacancy)

এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ (Job Vacancy) করা হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ওই ব্যাংকের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Job Vacancy good news for job seekers! BOI has released a recruitment notification

আরও পড়ুন: ফোনে টিকিট দেখালে আর চলবে না? ই-টিকিট নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা জারি করল রেল

মোট শূন্যপদ- ৫১৪ টি

পদ- ক্রেডিট অফিসার

আবেদনের যোগ্যতা- আপনি যদি স্নাতক উত্তীর্ণ হন, তাহলেই এই পদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়স- ১ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হলে তবেই এই পদে আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। যার জন্য যেতে হবে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে। অর্থাৎ www.bankofindia.bank.in– এই লিংকেই মিলবে আবেদনপত্র।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মুল্য ৮৫০ টাকা। এছাড়াও তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে ১৭৫ টাকা।

নিয়োগের পদ্ধতি- অনলাইন পরীক্ষা বা ইন্টারভিউর ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এর ভিত্তিতে হবে করা হবে নিয়োগ।

আবেদনের শেষ তারিখ- আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৬। পাশাপাশি আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখও ৫ জানুয়ারি।

উল্লেখ্য , আবেদনের পূর্বে আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই নজর রাখুন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে (Job Vacancy)।