বাংলাহান্ট ডেস্ক : স্নাতক পাশদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় রয়েছে চাকরির সুযোগ (Job Vacancy)। ব্যাচেলর অব টেকনোলজি পাশ করলেই মিলবে চাকরি। থাকছে মোটা অঙ্কের আকর্ষণীয় বেতন। ইতিমধ্যেই এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। কীভাবে করবেন আবেদন, যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।

বিটেক পাশ করলেই রয়েছে চাকরির সুযোগ (Job Vacancy)
ব্যাচেলর অফ টেকনোলজি পাশ করেছেন? তবে আপনার জন্য রয়েছে এক লোভনীয় চাকরির (Job Vacancy) সুযোগ। কর্মী নিয়োগ হবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থায় রয়েছে চাকরির (Job Vacancy) সুযোগ। ডিআইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।
কোন পদে নিয়োগ হবে: বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার পদে নিয়োগ করা হবে সংস্থায়। শূন্যপদের সংখ্যা যদিও একটিই। চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। প্রাথমিক ভাবে কর্মস্থল হবে দিল্লি। তবে পরবর্তীতে তা পরিবর্তনও হতে পারে।
আবেদনের যোগ্যতা কী: এই পদের জন্য আবেদনের (Job Vacancy) জন্য ইচ্ছুক প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিটেক কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক পাশ করতে হবে। এছাড়াও অন্তত তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে সংশ্লিষ্ট বিভাগে।
আরো পড়ুন : চলবে সংস্কার, শুক্র থেকে রবি রাত পর্যন্ত বন্ধ সোদপুর ফ্লাইওভারে, যানজট এড়াতে জেনে রাখুন বিকল্প রাস্তা
অনলাইনে আবেদন করার জন্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে হোমপেজ থেকে যেতে হবে কেরিয়ার-এ। সেখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিশদ তথ্য জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে চোখ রাখুন। উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ ১৪ ই জুলাই।