মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরি! একসঙ্গে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা

Published on:

Published on:

Job Vacancy railway jobs next to secondary school, 22,000 recruitment
Follow

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, আপনিও যদি রেলে চাকরি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ২২ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Job Vacancy)। কিভাবে এখানে আবেদন করবেন, কত তারিখ অব্দি আবেদন করবেন তার সমস্ত তথ্য জেনে নিন।

রেলে স্থায়ী চাকরির রাস্তা খুলল, ২২ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Job Vacancy)

রেলওয়েতে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট শূন্য পদ রয়েছে ২২ হাজার। এবার দেখে নিন কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখে নিন কত বয়স থেকে ও কি যোগ্যতার ভিত্তিতে এই চাকরি আপনি পেতে পারেন (Job Recruitment)।

মোট শূন্যপদ- ২২ হাজার

পদ- লেভেল ১, গ্রুপ ডি

Job Vacancy railway jobs next to secondary school, 22,000 recruitment

আরও পড়ুন: স্পিডের রেকর্ড! ১৮০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন, ভিতরে কী হল জানুন

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আর যদি আপনি আইটিআই পাশ হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন। এছাড়াও এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। পাশাপাশি সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য রেলের ওয়েবসাইটে- indianrailways.gov.in যান। সেখানে গিয়ে ফর্ম পূরণ করুন। শেষে আবেদন মূল্য জমা দিলেই প্রাথমিকভাবে আপনার কাজ শেষ। আবেদন করার জন্যসাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০ টাকা। তফশিলি জাতি, উপজাতি, মহিলা ও রূপান্তরিতকামীদের ফি বাবদ জমা দিতে হবে ২৫০ টাকা।

এছাড়া নিয়োগের জন্য প্রথমে CBT পরীক্ষা হবে। তাতে পাশ করলে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর হবে নথি যাচাই। তাতে পাশ করলে হবে মেডিক্যাল পরীক্ষা। আর আবেদন করার ডেট শুরু হচ্ছে ২১ জানুয়ারি,২০২৬। এর শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬ (Job Vacancy)।