চাকরির সুবর্ণ সুযোগ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য, এই জেলায় দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল জেলা প্রশাসন

Published on:

Published on:

Job Vacancy two posts are vacant in North 24 Parganas which post can get this job opportunity

বাংলা হান্ট ডেস্ক: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এবার চাকরির সুযোগ (Job Vacancy)। উত্তর ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন।

উত্তর ২৪ পরগনায় ব্যাঙ্কিং রিসোর্স পার্সন পদে ‘অবসরপ্রাপ্ত’ কর্মী প্রয়োজন (Job Vacancy)

এবার চাকরির (Job) হাতছানি। তবে এই চাকরিতে আবেদন (Job Vacancy) করতে পারবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এছাড় চাকরিপ্রার্থীকে কম্পিউটারের কাজ জানতে হবে।

এই চাকরিতে প্রতিদিন ১৫০০ টাকা করে দেওয়া হবে। তবে এই চাকরিতে আবেদনকারী প্রার্থীর বয়স ৬২’বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

Job Vacancy two posts are vacant in North 24 Parganas which post can get this job opportunity

আরও পড়ুন: পুজোর আগে ফিট বডি চান? বাড়িতে ৫ মিনিট ব্যায়ামেই তড়তড়িয়ে ঝড়বে চর্বি

আগামী ২৫ অগস্ট ইন্টারভিউ হবে সকাল ১১ টার থেকে। ঐদিন আবেদন পত্র ও প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কি কি নথি প্রয়োজন, যা সব কিছু উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

হোম পেজ থেকে নোটিশ ও রিক্রুটমেন্টে গেলে আপনি সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি দেখতে পারবেন। সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে। পাশাপাশি আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউ (Interview) দিতে যেতে হবে।