আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট জো বিডেন, ঘোষণা করে দিল ‘ডিসিশন ডেস্ক’

বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন জো বিডেনকে (Joe Biden)। ঘোষণা করল মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বিডেনেই হচ্ছেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট, একথা শুক্রবার জানাল ‘ডিসিশন ডেস্ক’-এর সদর দফতর।

আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে ২০ টি আসন পেয়ে বিডেনের জয়কে নিশ্চিত ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’। এই অঞ্চলে ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যাওয়াতেই বিডেনের জয় ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’। এর ফলে আশা করা যাচ্ছে, জো বিডেনের (Joe Biden) মোট প্রাপ্ত আসনের সংখ্যা হবে ২৭৩ টি।

Election 2020 Biden 5

বর্তমানে বিডেনের প্রাপ্ত আসন সংখ্যা ২৫৩ টি। এর সঙ্গে যুক্ত হচ্ছে পেনসিলভেনিয়ার আরও ২০ টি। মোট আসন হচ্ছে ২৭৩ টি। এছাড়া নর্থ ক্যারোলিনায় ১৫টি, নেভাডায় ৬টি এবং অ্যারিজোনায় ১১টি আসনের ফলাফল ঘোষণা বাকি। নর্থ ক্যারোলিনায় সামান্য পিছিয়ে থাকলেও পেনসিলভেনিয়ায় এগিয়ে যাওয়ায় বিডেনের রাষ্ট্রপতির আসন একেবারে সুরক্ষিত।

অন্যদিকে রিপাবলিকানরা অর্থাৎ ট্রাম্প সমর্থকরা এই ফলাফলে সন্তুষ্ট না হতে পেরে দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। তাদের মুখে একটাই শ্লোগান শোনা যাচ্ছে, ‘স্টপ দ্যা কাউন্টিং, স্টপ দ্যা স্টিল’। ‘উই ডোন্ট ওয়ান্ট বিডেন, উই অনলি ওয়ান্ট রিভেঞ্জ’ -লেখা প্লাকার্ড নিয়ে রাস্তা ঘাটে ঘুরে উত্তেজনা ছড়াচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর