মার্কিন সরকারের বঙ্গ প্রেম, ট্যুইট করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন জো বিডেন

বাংলাহান্ট ডেস্কঃ রাত পোহালেই বাংলার নববর্ষ। পয়লা বৈশাখের (payla baisakh) শুভেচ্ছা বিনিময় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন সুদূর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমেরিকাও। বাঙালীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন (joe biden)।

শুনতে অবাক লাগলেও, বাস্তবে এটাই সত্য। ট্যুইট করে, বাঙালীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সস্ত্রীক জো বিডেন। মার্কিন রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর থেকেই মর্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতই, রাষ্ট্রপতি বিডেনের সঙ্গে ভারতের কানেকশন প্রকাশ্যে এসেছিল। কিন্তু বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পর থেকেই, বিডেনের সঙ্গে বাংলার সম্পর্কের সুতো খুঁজতে শুরু করেছে বঙ্গবাসী।

ট্যুইট করে তিনি লেখেন, ‘আমার স্ত্রী জিল এবং আমার পক্ষ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসকল নাগরিকরা নববর্ষ, বৈশাখী, সংক্রান্তি পালন করছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। শুভ বাংলা, কম্বোডিয়ান, লাও, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই এবং বিষ্ণু নববর্ষ’।

সুদূর আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতির থেকে এই শুভেচ্ছা বার্তা পেয়েছে আনন্দে আত্মহারা বঙ্গবাসী। রীতিমত আশ্চর্য হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালীরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর