ভারতের বিষয়ে প্রথম মন্তব্য করলেন জো বিডেন, প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে দিলেন বড় বার্তা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করার পর সম্প্রতি জো বিডেনের (Joe biden) সঙ্গে ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং সর্বোপরি করোনা ভাইরাস প্রসঙ্গেও দুই প্রধানের মধ্যে আলোচনা হয়।

মোদী-বিডেন ফোনালাপ
জো বিডেনের সঙ্গে ফোনালাপ পর্ব সম্পন্ন করে মঙ্গলবার রাত ১১ টা বেজে ৪০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, ‘নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন মারফত অভিনন্দন জানালাম। সেইসঙ্গে ইন্দো-মার্কিন কৌশলগত সম্পর্কের দৃঢ়তার বিষয়েও আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং সর্বোপরি করোনা ভাইরাস সমস্যার মোকাবিলার বিষয়েও আলোচনা হয়’।

কথা হল কমলা হ্যারিসের সঙ্গেও
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘কমলা হ্যারিসের এই সাফল্য ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গর্ব এবং অনুপ্রেরণার বিষয়। এই সম্প্রদায়টি ভারত-মার্কিন সম্পর্কের মধ্যেকার শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস’।

 

সাহায্য করবেন জো বিডেন
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ পর্ব শেষ করে নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন দিলেন এক বড় বার্তা। করোনা মহামারি মোকাবেলা করতে, বৈশ্বিক অর্থনীতিকে সঠিক রাস্তায় নিয়ে আসতে এবং নিরাপদ ও সমৃদ্ধভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রক্ষাবেক্ষণের বিষয়ে ভারতের সঙ্গে সম্মিলিত ভাবে কাজ করতে ইচ্ছুক। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে সর্বোতভাবে সাহায্য করবেন।

সম্পর্কিত খবর

X