ঝটকা! আফগানিস্তান ছাড়ার পর বাইডেনের উপর ভরসা কমল আমেরিকার, হুহু করে নামল অ্যাপ্রুভাল রেটিং

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তান (afghanistan) থেকে সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা (america)। আপাতত সেদেশের উপর আর কোন অধিকার নেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (joe biden)। বলতে গেলে, আফগানিস্তানে এখন ঠিক যেন মুক্ত বিহঙ্গের মত ঘুরছে তালিবানি জঙ্গিরা। অনেক জয় পরাজয় পেরিয়ে, তালিবানরা নিজেদের মেজাজেই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ।

কিন্তু এই পরিস্থিতিতে নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন সুদূর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। আফগানিস্তান ইস্যুতে তাকেই কিছুটা দায়ী করল মার্কিন নাগরিকরা। আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য বাইডেনের বিদেশনীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রায় ৫৬ শতাংশ আমেরিকান।

সম্প্রতি মেরিস্ট ন্যাশনাল পল নামে একটি সংস্থা মার্কিন নাগরিকদের মধ্যে এক সমীক্ষা চালায়। আর এই সমীক্ষায় উঠে এসেছে, প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা এক ধাক্কায় কমে গিয়েছে প্রায় ৪৩ শতাংশ। আর এই রিপোর্ট মার্কিন রাষ্ট্রপতির জনপ্রিয়তার ইতিহাসে এই প্রথম।

রিপোর্ট বলছে- আফগানিস্তানে আরও বেশি সেনা পাঠানো উচিৎ ছিল বলে মনে করেন ৫ শতাংশ মানুষ।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সামলানো উচিৎ আমেরিকারই- এমনটা মনে করেন ২৯ শতাংশ মানুষ।

আবার, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নিয়ে আসার বিষয়কে সমর্থন করেছেন ৩৭ শতাংশ মানুষ।

কিছু সেনা আফগানিস্তানে রাখার প্রয়োজন ছিল বলেও মনে করেছেন ৩৮ শতাংশ মানুষ।

আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য বাইডেনের বিদেশনীতিকে দায়ী করেছেন ৫৬ শতাংশ মানুষ।

আফগানিস্তান থেকে একেবারেই সেনা সরানো উচিৎ হয়নি আমেরিকার, এমনটা মনে করেন ৬১ শতাংশ মানুষ।

আবার, আফগানিস্তানের এই পরিস্থিতিকে ‘আমেরিকার ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন প্রায় ৭১ শতাংশ মানুষ।

X