বাংলা হান্ট ডেস্কঃ কাল থেকে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। প্রথম টেস্টে চেন্নাইতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ব্যাটিং করতে নেমে শুরুটা কিছুটা ধীরে করলেও ভারতীয় বোলারদের ওপর জাঁকিয়ে বসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে 63 রানের মাথায়। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে 33 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইংল্যান্ডের ওপেনার রোরি বুর্বস। তবে 63 রানের মাথায় দ্বিতীয় উইকেটটিও হারায় ইংল্যান্ড। তবে ডোমিনিককে সঙ্গে নিয়ে দুর্দান্ত ইনিংস গড়া শুরু করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
for the third Test in a row! Incredible @root66
Scorecard: https://t.co/4gxZ9YZtWn#R100T #INDvENG pic.twitter.com/nnxCvFpsNl
— England Cricket (@englandcricket) February 6, 2021
এই দুজনের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় ইংল্যান্ড। অনেক চেষ্টা করেও এই দুজনের উইকেট তুলতে পারেনি ভারতীয় বোলাররা। তবে প্রথম দিনের একেবারে শেষ লগ্নে এসে ডোমিনিককে আউট করে জাসপ্রিত বুমরাহ। তবে এখনো পর্যন্ত ক্রিজে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। 277 বল খেলে জো রুট এখন ব্যাট করছেন 156 রানে। ভারতের বিরুদ্ধে এটাই জো রুট এর সর্বোচ্চ স্কোর।