Ekchokho.com 🇮🇳

কসবার ঘটনা থেকে মিলেছে শিক্ষা! এবার বড় সিদ্ধান্ত নিল মমতার কলেজ, জারি নির্দেশিকা

Published on:

Jogesh Chandra Chaudhuri Law College issue one notice regarding outsider.

বাংলা হান্ট ডেস্ক : সাউথ কলকাতা ল কলেজ কাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এমনকি ওই কলেজে গণধর্ষণের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে পুরো শিক্ষা মহলকে। এই আবহেই কসবা কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বহিরাগতদের আনাগোনায় রাশ টানতে যোগেশচন্দ্র ল কলেজে (Jogesh Chandra Chaudhuri College) নেওয়া হল বড় সিদ্ধান্ত। উল্লেখ্য যে, যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো কোথায় হবে তা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বিতর্কের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেই সময় ওই কলেজে বহিরাগত তত্ব সামনে এসেছিল। এমতাবস্থায়, বড় সিদ্ধান্ত নিয়েছে ওই কলেজ।

কসবা কাণ্ডের ঘটনার জেরে যোগেশচন্দ্র ল কলেজ নিয়ে বড় সিদ্ধান্ত (Jogesh Chandra Chaudhuri Law College)

কসবা কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে যোগেশচন্দ্র ল কলেজ (Jogesh Chandra Chaudhuri Law College) বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম, পাশ করে যাওয়া ছাত্র-ছাত্রীরা পাঁচবছরের মধ্যে কলেজে আসতে পারবে না। এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ইউনিয়নের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিটি ছাত্র-ছাত্রী এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজ (Jogesh Chandra Chaudhuri Law College) থেকে পড়াশোনা করেছে বলেই কী এই নিয়ম জারি করা হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

Jogesh Chandra Chaudhuri Law College issue one notice regarding outsider issue

এই প্রসঙ্গে এক আইন পড়ুয়া বলেন, ‘যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের (Jogesh Chandra Chaudhuri Law College) পড়ুয়ারা একটি পলিশি এনেছে। পাশ করার পাঁচ বছরের মধ্যে কেউ কলেজে ঢুকতে পারবে না। যদি না কেউ সংশ্লিষ্ট ওই পড়ুয়াকে আমন্ত্রণ করে ডেকে আনে কলেজে। বাকি কলেজের কথা বলতে পারব না। তবে, যোগেশের একটা ঐতিহ্য আছে। যেটা মেনে চলি আমরা।’

আরো পড়ুন:কসবা কাণ্ডে মিছিল করতে পারবেন শুভেন্দু, তবে রয়েছে শর্ত! বড় নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, কলেজগুলিতে বহিরাগতদের দাপাদাপির বিষয়ে কম বিতর্ক হয়নি এর আগে। যদিও তখন এই বহিরাগতদের দাপট নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে, কসবা ল কলেজের ঘটনা যথারীতি নাড়িয়ে দিয়েছে পুরো শিক্ষা মহলকে। সেই কথা মাথায় রেখে আগে থেকেই যোগেশচন্দ্র ল কলেজ এই সিদ্ধান্ত নিল বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।