বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সূত্রের খবর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনো পর্যন্ত ৪০। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জোহানেসবার্গের একটি ব্যবসায়িক অঞ্চলের বহুতলে আগুন লাগে।
দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত ৬৩ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। দমকল বিভাগ দ্রুততার সাথে আগুন নেভানোর কাজে নিযুক্ত রয়েছে। মৃতদের মধ্যে রয়েছে সাতজন শিশুও। প্রশাসনের তরফ থেকে একজন বলেছেন, যে ভবনটিতে আগুন লেগেছে তাতে গৃহহীনরা থাকতেন। এই ভবনে একসাথে বহু মানুষ থাকায় সমস্যা হচ্ছে উদ্ধারকার্য চালাতে।
আরোও পড়ুন : হঠাৎই মোবাইল স্ক্রিনে ভেসে উঠল মেসেজ, সঙ্গে বিকট আওয়াজ! আপনারও কী এমনটা হলে?
আহতদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে।দমকল কর্মীরা বলেছেন ওই ভবনটিতে রয়েছেন প্রায় দুশোরও বেশি মানুষ। কী কারনে এই বিল্ডিংটিতে আগুন লাগল তার কারণ এখনো স্পষ্ট নয়। অনেক চেষ্টায় ভবনের বড় অংশের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু তারপরেও ভবনের একটি জানলা থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
আরোও পড়ুন : ইসরোর বিজ্ঞানীকে আক্রমণ! স্কুটি থেকে নেমে আরোহী আচমকাই যা কাণ্ড করলেন, দেখে আঁতকে উঠবেন…
জোহানেসবার্গের জরুরিকালীন সার্ভিসের মুখপাত্র রবার্ট মালুদজি জানিয়েছেন, মধ্য রাতে ওই বহুতলে আগুন লেগেছে। এ বিষয়ে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “বৃহস্পতিবার মধ্য রাতে পাঁচতলা একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের ভিতরে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে এনেছে আমাদের উদ্ধারকারীরা। আগুন নেভানোর কাজও চলছে।”
#JoburgUpdates Firefighters , @CityofJoburgEMS are currently attending to a building on fire in the Joburg CBD corner Delvers and Alberts street .Ten people confirmed dead and multiple patients treated on scene transported to various health care facilities for further medical… pic.twitter.com/OZTrajIbAq
— City of Joburg (@CityofJoburgZA) August 31, 2023
জানা গিয়েছে যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি একটি পরিত্যক্ত বিল্ডিং ছিল। এই ভবনে অনেক অস্থায়ী বাসিন্দা ছিলেন। ধারণা করা হচ্ছে তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য এই ভবনের বাসিন্দারা আগুন জ্বালিয়েছিলেন বিল্ডিং এর ভেতর। হতে পারে সেই আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো উদ্ধার কাজ করছে চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর।