বাংলা হান্ট ডেস্ক : অভিনয়ে যেমন প্রতিভার ছাপ ফেলেছেন আব্রাহাম তেমনি নিজের সোজাসাপটা মন্তব্য বরাবরই সকলের নজর কাড়ে। এবার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আব্রাহামের মন্তব্য ঝড় তুলল সামাজিক মাধ্যমে। কেরলে মোদী ঝড় নেই কেন, একটি অনুষ্ঠানে গিয়ে কেরলে মোদী ফায়েড হয়নি এবং কেরল সত্যিকারের বামপন্থী রাজ্য বলে মন্তব্য করলেন জন আব্রাহাম। অভিনেতার এই মন্তব্যের জেরে এখন কাঁপছে সোশ্যাল মিডিয়া। সত্যমেব জয়তে, বাটলা হাইসের মতো একাধিক দেশাত্মবোধক সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বরাবরই তাঁর দেশাত্মবোধক সিনেমার অভিনয় সকলের নজর কেড়েছে। কিন্তু ব্যক্তিগত ভাবে কখনও রাজনৈতিক দলের হয়ে কথা বলতে শোনা যায় নি তাঁকে। দূরে থাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু এবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে এসে নিজের প্রথম রাজনৈতিক মতামত সকলের সামনে তুলে ধরলেন বক্তব্যের মধ্যে দিয়ে।
কেরল এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে এদিন মুম্বাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে কেরলের সেই সৌন্দর্যের কথা তুলে ধরে মাত্র দশ মিটারের মধ্যে যে মন্দির, মসজিদ ও গির্জা আছে তার কথা তুলে ধরেন। পাশাপাশি, সেখানে সমস্ত ধর্মের মানুষ যে এক সঙ্গে নিঝঞ্ঝাটে বাস করছে তার কথাও বলেন তিনি। এমনকি সারা দেশে যখন ধর্ম ও রাজনীতি এক মেরুতে অবস্থান করছে তখন কেরলে র মানুষ যে সব কিছুকে পিছনে ফেলে শান্তিতে একসঙ্গে বসবাস করছে তার জন্য ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি, কেরলের বামপন্থী সরকারের প্রশংসাও করেন পরোক্ষ ভাবে। তাঁর মতে কেরলের মানুষের মনেবামপন্থী চিন্তা ভাবনা রয়েছে বলেই সেখানে কোনো খুন বা ঝামেলা তৈরি হয় না বলেও মন্তব্য করেন তিনি। আসলে লোকসভা নির্বাচনে কেরল বাদে সমস্ত রাজ্যেই প্রভা ফেলেছেন মোদী। সব রাজ্যেই গেরুয়া বাহিনীর ঝড় উঠেছে। কিন্তু কেরলে একটি আসন পাননি। পাশাপাশি তিনি ছোট থেকেই বামপন্থাকে আত্মস্থ করেন বলেও জানিয়েছেন
তাই ফিদোল কাস্ত্রো মারা যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে যেভাবে তাঁর মৃত্যুর সময় কেরল বাসী সারা রাজ্যে হোর্ডিং ও পোস্টারে ভরিয়ে দিয়েছিল তা অন্য কোনো রাজ্যে হয় নি বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি কেরল যে সাম্যবাদের দৃষ্টান্ত উদাহরন তাও বলেন তিনি।
অন্যদিকে, বিভিন্ন সময় বিভিন্ন গেরুয়া শিবিরের ব্যক্তিরা জানিয়েছেন যে, কেরলে বার বার বামপন্থী কর্মীরা আক্রমন করে আরএসএস কর্মীদের ওপর ! এছাড়া বিভিন্ন সময় আরএসএস কর্মীদের খুনেরও খবর পাওয়া যায় কেরল থেকে । শুধু তাই ই না দক্ষিণপন্থী বিচারধারা যাতে বৃদ্ধি না ঘটে তার প্রতি মুহূর্তে প্রচেষ্টা করে বামপন্থী বিচারাধারার ব্যক্তিরা !