৬ ফেব্রুয়ারির জন্য বড় ঘোষণা আন্দোলনকারী কৃষকদের, স্তব্ধ হবে জাতীয় সড়ক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তিনটি কৃষি আইন রদ করার জন্য কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করতে সংযুক্ত কৃষক মোর্চা বড় ঘোষণা করেছে। তাঁদের ঘসনা অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি গোটা দেশে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত তিন ঘণ্টার জন্য জাতীয় সড়কে চাক্কা জ্যাম করা হবে। ভারতীয় কিষাণ উনিয়নের নেলা বলবীর সিংহ রাজেবাল এই ঘোষণা করেছেন। তিনি দিল্লীর পার্শ্ববর্তী এলাকায় ইন্টারনেট ব্যান করার ক্ষোভও জাহির করেছেন। এর সাথে সাথে বাজেটে কৃষকদের জন্য আলাদা করে কোনও ঘোষণা না করায় ক্ষোভ জাহির করেছেন। জানিয়ে রাখি, আজ ৬৮ দিন ধরে কৃষকরা দিল্লীর বর্ডারে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে।

দিল্লীর আলাদা আলাদা সীমান্তে চলা এই কৃষি আন্দোলনের জন্য পুলিশ সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করে দিয়েছে। টিকরি বর্ডারে আগে থেকেই সাতটি লেয়ারের ব্যারিকেডিং করা ছিল, আর এবার রাস্তা খুঁড়ে বড়বড় পেরেক পোঁতা হয়েছে। কৃষকরা যাতে দিল্লীর বর্ডার পার করে আর কোনও হাঙ্গামা না করতে পারে, সেই কারণে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এছাড়াও দিল্লী পুলিশের হাতে নতুন সুরক্ষা কবচ তুলে দেওয়া হয়েছে। এই কবচ গুলো দিল্লী পুলিশের জওয়ানদের তরোয়ালের হামলা থেকে রক্ষা করবে।

এর আগে দিল্লীর সিঙ্ঘু বর্ডারের পাশে কৃষক আর স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। তখন পরিস্থিতি সামাল দিতে যাওয়া আলীপুরের পুলিশ আধিকারিকের উপর আন্দোলনকারী কৃষকদের তরফ থেকে তরোয়াল দিয়ে হামলা করা হয়। এরফলে SHO গুরুতর আহত হন।

এরকম অতর্কিত হামলা ঠেকাতে দিল্লী পুলিশের হাতে সুরক্ষা কবচ তুলে দেওয়া হয়েছে। এই সুরক্ষা কবচ গুলো স্টিলের তৈরি। এগুলো দিল্লী পুলিশের জওয়ানদের হাত এবং দেহকে তরোয়ালের আঘাত থেকে রক্ষা করবে।

X