বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার বুকে ফের রক্তাক্ত সন্ত্রাস। মঙ্গলবার রাতে রিপাবলিক বাংলার পরিচিত মুখ সঞ্চালক কিশলয় মুখার্জি (Kishalay Mukherjee) ছিনতাইবাজদের হামলায় গুরুতর আহত হয়। রাতের পার্ক সার্কাস (Park Circus) স্টেশনের কাছে তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ব্লেড দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। মাথায় আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় মানিব্যাগ।
শহর জুড়ে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত
ঘটনাটি ঘটার পর আহত অবস্থায় ঘটনা স্থল থেকে কিশলয় (Kishalay Mukherjee) ফেসবুকে একটি লাইভ ভিডিও করে। সেই সূত্র মারফত জানা যায়, পার্ক সার্কাস স্টেশনের কাছে হঠাৎই কিশলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইবাজ। ব্লেড বার করে আক্রমণ করা হয় তাঁর উপর। মাথা, পেট, হাত-সহ শরীরের নানা অংশে ব্লেড চালানো হয়। এরপর ছিনিয়ে নেওয়া হয় তাঁর মানিব্যাগ।
প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা
এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা (law and order) নিয়ে ফের প্রশ্ন উঠছে। পার্ক সার্কাসের মতো জায়গা যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে শহরের আর কোথাও নিরাপদ বোধ করবেন কীভাবে সাধারণ মানুষ?
এই হামলার পর অনেকেই বলছেন, এই বাংলা এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এই রাজ্যে অপরাধ করতে কেউ ভয় পায় না। অপরাধীদের পুলিশের ভয় নেই, শাস্তির ভয় নেই।
ওই রাতেই রক্তাক্ত অবস্থায় কিশলয় (Kishalay Mukherjee) কে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে। রাতেই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ। কারা, কেন, কোন উদ্দেশ্যে কিশলয়ের উপর হামলা করেছে? এই হামলার পিছনে অন্য কোন চক্রান্ত আছে কিনা? নাকি এটি শুধু সাধারণ ছিনতাই? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তের নেমেছে পুলিশ।
রাতের শহরে নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনা কি নিছক ছিনতাই নাকি পরিকল্পিত আক্রমণ? সেই নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অংশ হিসেবে গোটা ঘটনার তিব্র নিন্দা জানায় বাংলাহান্ট।