অভিনব প্রতিবাদ সাংবাদিকদের, দেশ বিশ্বকে চমকে দেওয়ার মতো ঘটনা!

 

বাংলা হান্ট ডেস্কঃ  সাংবাদিক নিগ্রহের ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন নয়। কিন্তু বিদেশে প্রবণতা প্রবল ছিল। কি করে গণতন্ত্রের মুখ বন্ধ করে দিবে এই ধরনের মানসিকতা অনেক সংগঠনের হয়ে থাকে।সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে হলো এক অভিনব প্রতিবাদ।

সোমবার (১৮ নভেম্বর) রাত ৯টার খবরে ফিলিস্তিন টিভিতে দুই সংবাদ পাঠক চোখে ব্যান্ডেজ পরিধান করে এ প্রতিবাদ জানান।

গত শুক্রবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে এক সাংবাদিক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। কিন্তু এভাবে সাংবাদিকের প্রতিবাদ জানানো গোটা বিশ্বের কাছে এক নতুন দৃষ্টি আকর্ষণ করছে।

IMG 20191119 WA0012

জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, গুলির কারণে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।


সম্পর্কিত খবর