বাংলা hunt ডেস্ক: ছিন্নভিন্ন সতীর দেহ যে যে স্থানে পড়েছিল, সেই স্থানগুলি সতীপীঠ নামে পরিচিত। ভারতের বিভিন্ন স্থান সহ বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানেও এই সতীপীঠগুলি অবস্থিত। তাই ইচ্ছা থাকলেও অধিকাংশ জন ৫১ সতীপীঠ দর্শনের সাধ পূরণ করতে পারেন না। কিন্তু এবার সেই সাধ পূরণ হবে তারাপীঠের তীর্থযাত্রীদের।
কেননা শক্তিপীঠ তারাপীঠেই সতীর একান্ন পীঠের প্রতীকি দর্শন করতে পারবেন তীর্থ যাত্রীরা। প্রয় একশো একর জমির ওপর ৫১ সতীপীঠের প্রতীকি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও তারাপীঠ ডেভালপমেন্ট অথারিটির যৌথ উদ্যোগে তারাপীঠে ৫১ সতীপীঠের প্রতীকি গড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূল মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে ১০০ একর জমির ওপর এই ৫১ সতীপীঠ গড়া হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক নকশা প্রায় স্থির হয়ে গিয়েছে।
মূল মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে নতুন তোরণ তৈরি হয়েছে, সেখানেই গড়ে উঠবে ৫১ সতীপীঠ প্রতীকি। এছাড়াও সাধুদের জন্য থাকার ৫০ টি ঘর ও পানীয়জলের ব্যবস্থাও করা হবে।