বাংলাহান্ট ডেস্কঃ ষষ্ঠ দফার নির্বাচনে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল বঙ্গ রাজনীতিতে। ভোটপর্বে এসে খোদ পোলিং অফিসারই (polling officer) দিয়ে বসলেন ‘জয় শ্রীরাম’ স্লোগান। ঘটনার জেরে অভিযুক্ত পোলিং অফিসারকে বুথ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
ঘটনাটি ঘটে পূর্বস্থলীর ১ নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে। নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্য আচমকাই মকপোল শেষ হতেই বেখেয়ালেই বলে ওঠেন, ‘সব ঠিকঠাক হয়েছে, জয় শ্রী রাম’। এই ঘটনাকে কেন্দ্র করেই গর্জে ওঠেন তৃণমূলের বুথ এজেন্ট।
ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছান বিদায়ী মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, ‘ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে, আমরা সব বুথে বুথে গিয়ে জয় বাংলা বলব’।
পোলিং অফিসারের আচরণের প্রতিবাদ করে তৃণমূলের বুথ এজেন্ট অভিযোগ জানাতেই, অভিযুক্ত অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যদি ‘জয় শ্রীরাম’ ধর্মীয় শ্লোগান হলেও, এখন তাতে রাজনীতির রং লেগেছে। যে কারণেই এই ঘটনায় অভিযুক্ত অফিসারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।