বাংলাহান্ট ডেস্ক: দল আগেই মুখ ফিরিয়েছিল। অপমান, নিন্দা, ঠাট্টা, সমালোচনার পর এবার জুতোও ছোঁড়া হল অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দিকে। এসএসসি কাণ্ডে তাঁর গ্রেফতারি আর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর অনেকেই চোখা চোখা বাক্যবাণ ছুঁড়েছেন প্রাক্তন মন্ত্রীর উদ্দেশে। কিন্তু আমতলার গৃহবধূ সরাসরি হাতের সুখ করে নিলেন।
জোকার ইএসআই হাসপাতালে দৈনিক চেকআপের জন্য পার্থকে নিয়ে যাওয়ার সময়ে প্রাক্তন মন্ত্রীকে তাক করে নিজের দু পাটি জুতো ছুঁড়ে মারেন গৃহবধূ শুভ্রা ঘোড়ুই। মুহূর্তের মধ্যে ছড়ায় চাঞ্চল্য। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে ‘বীরাঙ্গনা’র ঘোষনা, যা করেছি বেশ করেছি!
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee) টুকুস করে খোঁচা, ‘পুজোয় চাই নতুন জুতো, কেউ কেউ ফ্রি তে পায়’! সংবাদ মাধ্যমের কাছেও কৌতুকের সুর অভিনেতার, ওঁর (পার্থ চট্টোপাধ্যায়) মনে হয় খালি পা ছিল। যাতে কাঁটা না ফুটে যায় তাই জুতো দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, সবটাই তাঁর ব্যক্তিগত মত। কোনো দলের ছত্রছায়ায় তিনি নেই।
তিনি আরো বলেন, ২১ থেকে ২৫ বছরের মধ্যে মানুষের রাজনৈতিক মতাদর্শ তৈরি হয়ে যায়। সেই আদর্শ যখন কেউ বারংবার বদলাতে থাকে সেটা নিজের আখের গোছানো বলেই মনে করেন জয়জিৎ। এই ধরণের মানুষদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করার ইচ্ছাও তাঁর নেই বলে স্পষ্ট জানান জয়জিৎ।
অন্যদিকে অভিনেতা ভরত কল (Bharat Kaul) প্রত্যক্ষ ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত থেকেও জুতো ছোঁড়ার ঘটনার বিরোধিতা করেননি। বরং তাঁর মতে, পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হন তবে ওই মহিলা ঠিক কাজই করেছেন। সাধারণ মানুষের আবেগ এটা। শারীরিক ভাবে আঘাত করাটা উচিত নয়। কিন্তু এভাবে প্রতিবাদ করা যায়। তৃণমূলকে সমর্থন করলেও অন্যায়ের সঙ্গে আপোস করতে রাজি নন ভরত।