বাংলা হান্ট ডেস্কঃ আলীগড় থেকে যোগী সরকারের (Yogi Sarkar) মন্ত্রী রঘুরাজ সিং (Raghuraj Singh) লাগাতার বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে আসেন। এর আগে তিনি আলীগড় মুসলিম ইউনিভার্সিটির (Aligarh Muslim University) ছাত্রদের জ্যান্ত কবর দেওয়ার কথা বলে বিতর্ক সৃষ্টি করে, এবার তিনি মুসলিম মহিলা দ্বারা পড়া বোরখা (Burqa) নিয়ে বিতর্কিত বয়ান দেন। উনি বলেন, শ্রীলঙ্কা সমেত অনেক দেশই বোরখা পড়া নিষিদ্ধ করেছে। এরজন্য আমাদের দেশেও বোরখা পড়া নিষিদ্ধ হোক। কারণ বোরখা পড়া নিষিদ্ধ হলেই সন্ত্রাসবাদে লাগাম লাগানো যেতে পারে।
উনি বলেন, ব্যাংকে বোরখা পড়ে গেলে সিসিটিভিতে আপনাকে দেখা যাবেনা। আপনার চেহারা লুকিয়ে থাকবে। শাহিনবাগে সবাই বোরখা পড়ে বসে আছে। বোরখা এক প্রকারে মানুষকে আড়াল করতে সাহায্য করে। জঙ্গি আর দুষ্কৃতীরা বোরখার আড়ালে অনেক কিছু করে। এরজন্য বোরখা ব্যান হওয়া দরকার।
উনি বলেন, দেশে প্রধানমন্ত্রী মোদী আর উত্তর প্রদেশে যোগী সরকার আছে। আর এই জন্য আমি আবেদন করছি যে, বোরখা ব্যান করা উচিৎ। বোরখা ব্যান হলেই সন্ত্রাসবাদে লাগাম লাগানো সম্ভব হবে। কারণ জঙ্গিরা মহিলাদেশে বেশে সন্ত্রাস ছড়ানোর কাজ করে। গতকাল ব্রাহ্মণ মহাসভার একটি অনুষ্ঠানে উনি এই কথা বলেন। উনি বলেন, আপনারা জানেন বোরখা কথা থেকে এসেছে? এটা আরব থেকে এসেছে।
উনি ত্রেতা যুগের উদাহরণ দিয়ে বলেন, লক্ষণজির সময় সুপর্ণখার নাক কান কেটে দেওয়া হয়েছিল, আর সে আরবে চলে গেছিল। সেখানে সে নিজের চোখ খোলা রেখে মুখ ঢেকে রাখত। এরপর থেকেই বোরখার চলন শুরু হয়।