বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ সফরে এসেই সোজাসুজি বাংলার সরকারকে আক্রমণ করছেন জেপি নাড্ডা (jp nadda)। কখনও সভা মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছেন রণহুঙ্কার তো আবার কখনও চা- চক্রে যোগ দিয়ে তোপ দাগছেন তৃণমূলনেত্রী তথা মমতা ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ তথা অভিষেক বন্দোপাধ্যায়ের দিকে।
মঙ্গলবার সভামঞ্চে তৃণমূলকে আক্রমণ করে, বুধবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে খড়গপুরে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে চা চক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। চা- চক্রে যোগ দিয়েই তিনি বলেন, ‘রাতেই প্রশাসন আমাকে চা- চক্র করার অনুমতি দিয়েছেন। আর সকালে আপনাদের মধ্যে এখানে এসে, সকাল সকাল এত মানুষ দেখে খুবই ভালো লাগছে আমার’।
চা- চক্রে যোগ দিয়েই তুলোধোনা করলেন মমতা সরকারের। জেপি নাড্ডা বললেন, ‘মমতা দিদি শুধু শুধু এত গোঁসা করেন কেন? আপনারা কি এখন আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন? চিন্তা করবেন না মোদী সরকার বাংলায় এলেই আপনারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন’।
চা- চক্র থেকেই মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘মা-মাটি-মানুষকে ধিক্কার দিচ্ছে সবাই। সকলেই পিসি আর ভাইপোর গুণ্ডামির খবর জানে। তৃণমূল প্রথমে যে মা মাটি মানুষের ওপর ভর করে বাংলার ক্ষমতায় এসেছিল, আজ দেখুন তাদের উপরই গুণ্ডাগিরি করছে তোলাবাজি করছে। বাংলার মানুষের জন্য কিছুই করেনি ওঁরা। গরীব মানুষদের উপর এই অত্যাচার আর বেশিদিন করতে পারবে না। নির্বাচনে এবার মমতা ব্যানার্জির হার হবেই’।