মা হলেন ‘রাশি’ অভিনেত্রী, যমজ সন্তান এল জুহির কোলে

বাংলাহান্ট ডেস্ক: ‘রাশি’ সিরিয়ালের রিটাকে মনে আছে নিশ্চয়ই? গা জ্বালানো খলনায়িকার চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন জুহি সেনগুপ্ত (Juhi Sengupta)। মূলত খলনায়িকার চরিত্রেই দেখা যেত তাঁকে। তবে অনেকদিন হল আর পর্দায় দেখা যায় না জুহিকে। কারণ অন‍্য দায়িত্ব এসেছে জুহির জীবনে।

মা হয়েছেন অভিনেত্রী। তাও আবার এক নয়, দু দুজন সন্তানের মা হয়েছেন তিনি। কোল আলো করে এসেছে এক ছেলে আর এক মেয়ে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর এতদিন ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি জুহি। অতি সম্প্রতি সাত মাসের সাধ খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন। তারপরেই সবাইকে চমকে দিয়ে ঘোষনা করেন সন্তান আগমনের কথা।

Juhi
স্বামীকে পাশে নিয়ে বেবিবাম্পের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জুহি। সঙ্গে জানিয়েছেন, গত ৭ জুলাই যমজ সন্তান এসেছে তাঁদের পরিবারে। তাই চলছে দ্বিগুণ সেলিব্রেশন। গত বৃহস্পতিবার সকালে সন্তানের জন্ম দিয়েছেন জুহি। এখনো হাসপাতালে রয়েছেন তিনি। সদ‍্যোজাত দুই সন্তানকে কোলে নিতেই মাতৃত্বের সুখ উপভোগ ক‍রতে শুরু করে দিয়েছেন জুহি। আনন্দ আর ধরছে না তাঁর।

https://www.instagram.com/p/CfvZTlAIPOw/?igshid=YmMyMTA2M2Y=

সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় জুহি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ১ লক্ষেরও বেশি। মাঝে মাঝেই নতুন নতুন ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মন জয় করে নিতে ভালবাসেন তিনি। কিন্তু এত বড় খবরটা এতদিন ধরে বেমালুম চেপে গিয়েছিলেন জুহি। তবে এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী।

https://www.instagram.com/reel/CfvzXi7IFQI/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, রাশি সিরিয়ালের পর আরও কয়েকটি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল জুহিকে। তবে বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়াতে। আট বছর আগেই শিলাদিত‍্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তার আগে দু বছরের প্রেম।

এখন বিনোদন জগৎ থেকে দূরেই রয়েছেন জুহি। বিউটি ও ফ‍্যাশন ব্লগিংয়ের দিকে আপাতত বেশি নজর দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সংসারও করছেন চুটিয়ে। শেষবার জুহিকে দেখা গিয়েছিল ‘পাণ্ডব গোয়েন্দা’ সিরিয়ালে।

Niranjana Nag

সম্পর্কিত খবর