‘জুন আন্টি-ই অনুপ্রেরণা! সাক্ষাৎকারে যা বললেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

   

বাংলাহান্ট ডেস্ক : টলিজগতে(Tollywood) বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সূর্য্য-দীপা। তাঁদের সম্পর্কের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। আর সে কারণেই তো টিআরপি তালিকায় একেবারে শীর্ষস্থানে নিজের জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Choya)। এই ধারাবাহিকে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ(Swastika Ghosh)। খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে, অহনা দত্তকে (Ahona Dutta)।

সূর্য-দীপাকে কিভাবে সমস্যায় ফেলা যায় সর্বদা সেই চেষ্টাই করতে থাকে পর্দার মিশকা। তাঁর রূপ দিয়েই সবকিছু জয় করে নিতে চায় সে। সূর্যের থেকে দিপাকে আলাদা করতে মনে মনে নানান ফন্দি আটঁতে থাকে এই খলনায়িকা। আর সে কারণেই দর্শকদের কাছে খুব একটা বেশি ভালোবাসা পায়নি সে। তবে পর্দায় খলনায়িকা হলেও বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম এই অভিনেত্রী।

Ahona Dutta

টিআরপি তালিকা কিভাবে ধরে রাখতে হয় সেই কথা বুঝিয়ে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। বহুবার এই সিরিয়াল ছিনিয়ে নিয়েছে ‘বেঙ্গল টপার’ তকমা। এমনকি প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় একেবারে শীর্ষ স্থানেই জ্বলজ্বল করে এই ধারাবাহিকের নাম। সূর্য-দীপার রসায়ন বেশ পছন্দ দর্শকদের। সোনা-রুপার খুঁনসুটি মনে জায়গা করেছে সিরিয়াল প্রেমীদের।

Ahona Dutta

সূর্য-দীপার সম্পর্ক যতবার জোড়া লাগতে যাচ্ছে ততবারই ব্যাঘাত ঘটাচ্ছে মিশকা। তবে বাস্তবে কিন্তু একেবারে সাদামাটা এই অভিনেত্রী। দমদমের মেয়ে পর্দার মিশকা ওরফে অহনা। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। একাধিকবার দিয়েছেন অডিশন। হঠাৎ করেই খলনায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ আসে তাঁর কাছে। রাজিও হয়ে যান অভিনেত্রী।

Ahona Dutta

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,’ অনেক পরিশ্রম করে আমি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানানোর চেষ্টা করছি। তবে আমি কখনই ভাবিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ আসবে আমার কাছে। এই ধারাবাহিকের হাত ধরেই আমার অভিনয় জগত শুরু’। অভিনেত্রী সংযোজন, ‘খলনায়িকা হিসেবে আমার সবচেয়ে বেশি পছন্দ জুন আন্টি অর্থাৎ ঊষসীদিকে। তিনি আমার অনুপ্রেরণা’।

Avatar
additiya

সম্পর্কিত খবর