বাংলাহান্ট ডেস্ক: জুন আন্টি (jun aunty), বাঙলির ডেইলি সোপের জনপ্রিয় খলনায়িকাদের তালিকায় গত দু বছর ধরে সগর্বে নিজের স্থান ধরে রেখেছে চরিত্রটি। ‘শ্রীময়ী’ (sreemoyee) সিরিয়ালের জুন আন্টিকে যেন বাস্তবে রূপ দিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (ushasie chakraborty)। জুন আন্টির কুটিলতায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতে, এমনকি টিভিতে রিমোট ছুঁড়ে মারতেও দেখা গিয়েছে দর্শকদের।
সবটাই নিজের অভিনয়ের সফলতা হিসেবে গ্রহণ করেছেন উষসী। মাঝে বেশ কিছুদিন সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। দেখানো হয়েছিল সংশোধনাগারে রয়েছে জুন। কিন্তু প্রিয় জুন আন্টিকে না দেখতে পেয়ে অধৈর্য হয়ে পড়েছিলেন দর্শকরাও। তাই আবারো সিরিয়ালে কামব্যাক করেছেন জুন ওরফে উষসী। এখন শ্রীময়ীতে ডিঙ্কার বিয়ে দেখানো হচ্ছে। সংশোধনাগার থেকে ফিরেই কূটকাচালি শুরু করে দিয়েছে তিনি। যদিও উপরে উপরে ভাল মানুষের মুখোশ এঁটে রয়েছে জুন।
সংশোধনাগার থেকে ফিরেও অনিন্দ্যর দিক থেকে নজর ঘোরাতে পারেনি জুন। বিয়ে বাড়ির ব্যস্ততার মাঝেই সবার চোখ এড়িয়ে অনিন্দ্য ওরফে সুদীপ মুখার্জির সঙ্গে রোম্যান্সে মেতেছেন তিনি। ‘তু তু হ্যায় ওহি’র সুরে অনিন্দ্যকে জড়িয়ে ধরে আদর করতে দেখা গিয়েছে জুন আন্টিকে। অনিন্দ্যও যে ব্যাপারটা বেশ উপভোগ করছেন তাও বোঝা যাচ্ছে।
না না, এই রোম্যান্স অনস্ক্রিন নয়, বরং অফস্ক্রিন। ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঊষসী। লিখেছেন, ‘আমার প্রিয় অনিন্দ্যদার সঙ্গে একটু অফস্ক্রিন মজা’। নেটিজেনরাও মজা পেয়েছেন ভিডিও টি দেখে। একজন লিখেছেন, ‘উই মা! ভালবাসা তো দেখো’। আবার আরেকজনের চিন্তা, শ্রীময়ী দেখে নিলে কী হবে?
https://www.instagram.com/reel/CQ_CqV_A6uJ/?utm_medium=copy_link
সম্প্রতি শ্রীময়ীর দু বছর পূর্তিতে সেলিব্রেশনে মাতে গোটা টিম। এদিন অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা উজাড় করে দেন উষসী যারা তাঁর অভিনয় দেখে বিচলিত হয়েছিলেন। নেটমাধ্যমে এক বড়সড় বার্তা দিয়ে ধন্যবাদ জানান পর্দার জুন আন্টি।