‘ও সবে বিয়ে করে…’! হঠাৎ অগ্নিমিত্রার অজানা অতীত ‘ফাঁস’ করলেন জুন, জোর শোরগোল

   

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে শো বিজের দুনিয়ার বহু পরিচিত মুখকে লড়তে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া (June Malia)। মেদিনীপুর কেন্দ্রে মুখোমুখি হয়েছিলেন দু’জন। শেষ অবধি বাজিমাত করেছেন তৃণমূলের (Trinamool Congress) জুন। বিধায়ক থেকে সাংসদ হয়েছেন তিনি। এবার সেই জুনই প্রিয় ‘অগ্নি’র জীবনের বেশ কিছু অজানা কাহিনী ভাগ করে নিলেন।

অগ্নিমিত্রা (Agnimitra Paul) এবং জুন, দু’জনেই সিনেদুনিয়ার মানুষ। প্রথমজন নামী ফ্যাশান ডিজাইনার এবং দ্বিতীয়জন প্রখ্যাত অভিনেত্রী। দু’জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও অনেকেই জানেন। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেদিনীপুরের (Medinipur) TMC সাংসদ। সেখানেই পুরনো দিনের নানান অজানা কাহিনী শেয়ার করেন জুন।

অগ্নিমিত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে TMC নেত্রী বলেন, ‘আমার হাত ধরেই শুরু হয়েছিল অগ্নির কেরিয়ার। না ঠিক হাত ধরে বলা উচিত হবা। ও তখন সবে বিয়ে করে আসানসোল থেকে ওর শাশুড়ি আর মাকে নিয়ে কলকাতায় এসেছে। কোনও একটি পত্রিকার জন্য ও সনৎ ঘোষের স্টুডিওও আসে। আমার সেদিন ফ্যাশান শ্যুট ছিল’।

আরও পড়ুনঃ রেশন, নিয়োগ অতীত! এবার বালিখাদে দুর্নীতির অভিযোগ, ED তদন্তের হুঁশিয়ারি সৌমিত্রর

জুনের সংযোজন, ‘দেখি খুব সুন্দরী একজন মেয়ে জামাকাপড় নিয়ে আসছে। ওকে দেখে আমি বলেই ফেলি, তোমায় এত সুন্দরী দেখতে, তুমি তো নিজেই মডেলিং করতে পারো। তখন তো খুবই চুপচাপ ছিল। সেখানকার থেকে আজকের অগ্নি…’।

বর্তমানে বঙ্গ BJP-র দাপুটে নেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন অগ্নিমিত্রা। জুনের দেখা সেই ‘অগ্নি’র সঙ্গে বর্তমান অগ্নিমিত্রার বিস্তর ফারাক। কেমন লাগে এই পরিবর্তন? জবাবে হাসি মুখে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘ভালো তো ভীষণ ভালো। ও ওর মতো আর আমি আমার মতো’। আত্মবিশ্বাস ঝরে পড়ে জুনের গলায়।

June Malia Agnimitra Paul

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে মেদিনীপুর আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন জুন। চব্বিশে ‘প্রোমোশন’ হয়েছে তাঁর। মেদিনীপুর থেকে জিতেই সংসদে যাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই এবার দায়িত্ব বেড়েছে জুনের। তা স্বীকার করে নেন TMC নেত্রী নিজেও। জুন বলেন, ‘এখন অনেক দায়িত্ব। তাই ভেবেছি আর সিরিয়াল করব না। তবে ভালো সিনেমা বা ওয়েব সিরিজ পেলে মাঝেমধ্যে করতে পারি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর