দুই সন্তানকে নিয়ে ছাড়েন প্রথম স্বামীর ঘর, দ্বিতীয় বিয়ে করলেও এখনও ‘মালিয়া’ পদবীতেই আটকে জুন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে জুন মালিয়ার (June Malia) নাম থাকবেই। বড়পর্দা, ছোটপর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শকদের মনে ঝড় তুলেছিল। তাঁর পারিবারিক পদবী ছিল দুবে। খাতায় কলমে অবাঙালি। কিন্তু তিনিই বাংলা ছবির জগতে এনেছিলেন এক নিঃশব্দ অথচ বড় পরিবর্তন।

কে ছিলেন জুন মালিয়ার (June Malia) প্রথম  স্বামী?

টলিউডে অবাঙালি হয়েও রাজত্ব করেছেন এমন মানুষের সংখ্যা কম নেই। জুনও (June Malia) তাঁদের মধ্যে একজন। তাঁর মা বাঙালি। কলকাতার নামী স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলায়। তাঁর জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখেন সঞ্জীব মালিয়া। জানা যায়, প্রথম বার এক পাবে দেখা হয়েছিল দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। রক্ষণশীল পরিবার হলেও অচিরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

June Malia still uses her first husband surname after divorce

ভেঙে যায় প্রথম বিয়ে: কিন্তু বিয়ের পরেই জীবনটা আগাগোড়া পালটে যায় জুনের (June Malia)। শোনা যায়, তাঁর নাচ শেখা বা অভিনয়ের ক্ষেত্রে তীব্র আপত্তি ছিল তাঁর স্বামীর। মুখ ফুটে বললেই জুটত ব্যঙ্গ। বিয়ের ছয় বছর পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন জুন (June Malia)। দুই ছেলেমেয়েকে নিয়েই ওই ‘অভিশপ্ত’ বিয়ে ভেঙে বেরিয়ে আসেন অভিনেত্রী। নতুন করে শুরু করেন কেরিয়ার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আরও পড়ুন : পাড়া ভিত্তিক কর্মসূচির উদ্যোগ, ‘আমাদের পাড়া আমাদের কর্মসূচি’তে নিজস্ব তহবিল থেকে হাজার কোটি টাকা ঢালল নবান্ন!

ফের বিয়ে করেন: ২০১৯ সালে ব্যক্তিগত জীবনেও আরেক বড় সিদ্ধান্ত নেন জুন। এই বছরের নভেম্বর মাসে ছেলেমেয়েকে সাক্ষী রেখেই ফের বিয়ে সারেন তিনি। শোনা যায়, দ্বিতীয় স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিল জুনের (June Malia)। যদিও তিনি বিনোদন জগতের মানুষ নন।

আরও পড়ুন : চলতি মাসেই ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের ‘আবির গুলাল’? সামনে এল আসল সত্য

অনাড়ম্বর ভাবেই চুপিসারে জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রাখেন জুন। তবে দ্বিতীয় স্বামীর পদবী তিনি ব্যবহার করেন না। ফিরে যাননি পারিবারিক দুবে পদবীতেও। বিচ্ছেদ হয়ে গেলেও প্রথম স্বামীর মালিয়া পদবীটিই ব্যবহার করেন জুন। বর্তমানে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে এনেছেন তিনি। তৃণমূল সাংসদ জুন রাজনীতির জগতেও নিজের ছাপ স্পষ্ট করেছেন।