‘উপমুখ্যমন্ত্রী হওয়ার অফারও ছেড়ে এসেছি, কারণ…’, তৃণমূল ত্যাগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে তৃণমূল (Trinamool Congress) ছাড়ার প্রায় আড়াই বছর পর নিজের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল এগরার (Egra) বিশাল জনসভা করে শুভেন্দু। আর সেই সভায় দাঁড়িয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন নেতা।

ঠিক কী বলেন শুভেন্দু? বিধায়কের দাবি, ‘উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি। আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। ২০২০ সালের ১ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল তবে আমি সব উপেক্ষা করে এসেছি।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন তৃণমূলের অন্যতম হেভিওয়েট এই নেতা তিনটে মন্ত্রীত্ব পদ ছেড়ে তৃণমূল থেকে সোজা যোগদান করেন বিজেপিতে। সেই সময় শুভেন্দুর দলবদল রাজ্য রাজনীতিতে বিরাট সাড়া ফেলেছিল। তার বিরোধী দলনেতার পদ নিয়েও কম চৰ্চা হয়নি।

বর্তমানে ২০২৩! সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় আড়াই বছর। এক সময় যিনি মুখ্যমন্ত্রীর সতীর্থ ছিলেন তিনি এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজ্যের শাসকদলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক এখন বিরোধী দলনেতার। প্রতিনিয়ত তৃণমূলের সঙ্গে তার বাকযুদ্ধ লেগেই রয়েছে। দিনদিন জোড়ালো হচ্ছে রাজনৈতিক তিক্ততা।

২০২০ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তবে কেন হঠাৎ বিজেপিতে যোগদান সেই কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই সময় তৃণমূল তাকে রাখার চেষ্টা করেছিল বলেই খবর মেলে। যদিও তৃণমূল এবং শুভেন্দুর মধ্যে কী কথা হয়েছিল, তা প্রকাশ্যে আসেনি।

suvendu mamata

তবে দলত্যাগ করার প্রায় আড়াই বছর পর ফের কেন শুভেন্দুর মুখে উঠে এল সেই ঘটনা, এই নিয়ে জোর চৰ্চা রাজনৈতিক মহলে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। আর ঠিক তার আগে একেবারে বিস্ফোরক মন্তব্য শোনা গেল শুভেন্দু গলায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X