আচমকা বদলে যাবে আবহাওয়া! ঝাঁপিয়ে নামবে বৃষ্টি, এই ৩ জেলায় জারী লাল সতর্কতা: আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছুদিন থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal) আরও ৩-৪ দিন হবে বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) থাকবে। গত সপ্তাহের মত এই সপ্তাহেও পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে।

উত্তরবঙ্গের (North Bengal) উপরের যে ৫ টি জেলা, সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। মালদা ও দুই দিনাজপুরেও হালকা পশলা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস।

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল আরও দুদিন পর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায়, ঘাম ঝরবে। তাপমাত্রা একই রকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুদিনের পর থেকে তাপমাত্রার একটু পতন হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস।

weather

উত্তর ও দক্ষিণের একেবারেই ভিন্ন চিত্র। উত্তরে স্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি থাকবে তবে দু’দিন পর তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। আগামী ৮ জুলাই থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা আছে।

 

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর