২০১৬-র টেট নিয়োগ নিয়ে বড় নির্দেশ! দু’সপ্তাহের মধ্যে তথ্য তলব, ফের অ্যাকশনে বিচারপতি গঙ্গোপাধ্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বুধবার হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ (TET Recruitment) সংক্রান্ত মামলায় এক শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিনই জেলাভিত্তিক তথ্য চেয়ে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও।

কড়া নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে এই তথ্য জমা দিতে হবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে। রাজ্যের জেলাভিত্তিক ‘কাট অফ’ মার্কসের তথ্য সহ প্রতিটি জেলায় জাতিগত, ক্যাটেগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপক দের নম্বরের সম্পূর্ণ তথ্য আদালতে দিতে হবে।

বহুদিন থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। এই নিয়ে যেমন পর্ষদের ভূমিকায় প্রশ্ন উঠেছে তেমনি নিচু স্তরে জেলায় জেলায় নিয়োগ দুর্নীতিতে ভূমিকা ছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদেরও। এমন দাবি আগেই আদালতে তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় মোট চাকরি পেয়েছিলেন ৪২,৫০০ জন পরীক্ষার্থী।

আর এবার তদন্তের গভীরে পৌঁছতেই জেলাভিত্তিক তথ্য তলব করল হাইকোর্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরে গিয়েছে। তবে বাকি সমস্ত মামলাই রয়েছে বিচারপতির এজলাসে। আর এদিন একেবারেই স্বমহিমায় দেখা গেল বিচারপতিকে।

high court

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়ে বলেন, “২০১৬ সালের শেষ প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। আদালতকে সে বিষয়ে জানাতেও হবে। রিপোর্টে উল্লেখ করতে হবে প্রার্থীর জেলা, জাতি, শ্রেণি- সহ সমস্ত তথ্য।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X