বাংলাহান্ট ডেস্ক : নবম-দশম শ্রেণির ওএমআর শিট বিকৃতি মামলায় (OMR Sheet morphing case) গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় এবার ইডিকে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুধু তাই নয় এই মামলার তদন্ত আজ থেকেই শুরু করবে ইডি। এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ ছিল নিয়োগ দুর্নীতি মামলায় ‘অযোগ্য’ প্রার্থীরা কখনও না কখনও কাউকে বড় অঙ্কের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাই এই ক্ষেত্রে থাকছে আর্থিক বেনিয়মের অভিযোগও। সেই কারণেই এই মামলায় ইডিকে যুক্ত করে তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন তিনি এও জানান, ইডিকে তদন্তের দৈনিক রিপোর্ট দিতে হবে। অভিযোগ ওঠে নবম-দশম শ্রেণিতে ওএমআর শিট বিকৃত করে ১৮৩ জনকে চাকরির সুপারিশ দেওয়া হয়েছে। আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চায়, এদের মধ্যে মোট কতজন এই মুহুর্তে চাকরি করছে? এদিন আদালতে এসএসসি জানায়, ওই তালিকার মধ্যে ৮১ জন এই মুহুর্তে চাকরি করছেন। মধ্যশিক্ষা পর্ষদ জানায়, সুপারিশপত্র পেলেও সবাই চাকরি করছে না। চাকরিরত প্রার্থীর সংখ্যা ৮০ জন।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শূন্যপদে নিয়োগের জন্য ২১ তারিখের মধ্যে কাউন্সেলিং করাতে হবে। এবং ২৯ তারিখে মধ্যে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। এরই সঙ্গে তিনি আরও বলেন, বিকৃত ওএমআর শিট অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে হবে পর্ষদকে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা