একেই বলে প্রেম! হিন্দু স্ত্রীর জন্য ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ স্বামীর, নাম রাখলেন কৃষ্ণ সনাতনী

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যখন দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় উষ্কানীমূলক ঘটনার প্রসঙ্গ সামনে আসছে ঠিক সেই আবহেই এবার এক অনবদ্য ঘটনার প্রসঙ্গ উঠে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনিতেই বলা হয় যে, প্রেম (Love) ধর্মের কোনো বাধাকে মানে না। এবার এই ভাবনাকেই ফের একবার সত্যি করে দেখালেন এক মুসলিম ব্যক্তি। শুধু তাই নয়, হিন্দু স্ত্রীর জন্য ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্মকে ভক্তিভরে গ্রহণ করলেন তিনি। আর এভাবেই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মান্ডসর জেলার আফসার মনসুরি হয়ে উঠলেন কৃষ্ণ সনাতনী!

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মান্ডসর অঞ্চলের কাচনারা গ্রামের বাসিন্দা আফসার মনসুরি রাধা নামের এক মহিলার দেখা পান। মূলত, রাজস্থানের উদয়পুরে চিকিৎসাশিবিরে রোগীদের নিয়ে আসার কাজ করতেন মনসুরি। সেখানেই রোগীদের শুশ্রূষা করতেন রাধা। এমতাবস্থায়, ধীরে ধীরে মনসুরি ও রাধার মধ্যে জন্ম নেয় প্রেমের সম্পর্ক।

এদিকে, নিজেদের প্রেমকে পূর্ণতা দিতে তাঁরা বছর পাঁচেক আগে স্থানীয় গায়ত্রী মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন। এমতাবস্থায়, হিন্দু মহিলাকে বিয়ে করার পরে হিন্দু রীতিনীতি অনুসরণ করতে শুরু করেন মনসুরি। এমনকি, নিজের পরিবারের সঙ্গেও থাকতেন না তিনি। এদিকে, তিনি নিজের ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্তও নেন। আর সেই সিদ্ধান্তের জেরেই গায়ত্রীর পরিবারের এক পুরোহিত তাঁকে ধর্মান্তরিত হতে সাহায্য করেন।

পুরোহিতের বলা মন্ত্রোচ্চারণের পাশাপাশি তিনি পঞ্চগব্যও খান। এই প্রসঙ্গে তিনি জানান, চৈতন্যকে অনুসরণ করেই সমস্ত নিয়ম-কানুন মেনে সনাতন ধর্ম গ্রহণ করেছেন মনসুরি। পাশাপাশি, তিনি আরও জানান, সনাতন ধর্ম গ্রহণ করে তিনি অনেক সুখ পাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, চৈতন্যদেবও মুসলিম ধর্ম ত্যাগ করার পর সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন।

whatsapp image 2022 12 14 at 7.08.08 pm

এদিকে, চলতি বছরেই মান্ডসরে এহেন ধর্মান্তরিত হওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। প্রায় ৬ মাস আগে সেখানে শেখ জাফর শেখ সনাতন ধর্ম গ্রহণ করে চৈতন্য সিং রাজপুত হন। তাঁর পরে গত ৯ সেপ্টেম্বর, যোধপুরের ইকরা সনাতন ধর্ম গ্রহণ করে ঈশিকা হন। পাশাপাশি, গত ৩০ সেপ্টেম্বর, নিসার মোহাম্মদ হিন্দু ধর্ম গ্রহণ করে সোনু সিং হন। এছাড়াও, গত মাসেই গুনা জেলার নাজনীন বানো হিন্দু ধর্ম গ্রহণ করে ন্যান্সি গোস্বামী হয়েছেন। সেই রেশ বজায় রেখেই এবার মনসুরি হয়ে উঠলেন কৃষ্ণ সনাতনী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর