দিল্লিতে দিনে দুপুরে স্কুল ছাত্রীর উপর ‘অ্যাসিড অ্যাটাক”, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিৎ! দাবি গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ, ১৪ই ডিসেম্বর, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা মেট্রো স্টেশনের কাছে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। বোনকে সাথে নিয়ে স্কুলে যাওয়ার সময় ১৭ বছরের এক ছাত্রীকে অ্যাসিড ছুড়ে মারে দুই জন মোটরবাইক আরোহী। তাদের এই অ্যাসিড হামলায় গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে  অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবার এই নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর।

তিনি এই হামলাকারীদের বিরুদ্ধে প্রবল ঘৃণা প্রদর্শন করে তাদের ফাঁসির দাবি করেছেন <span;>প্রাক্তন ভারতীয় ওপেনার। বিজেপি সাংসদের দাবি যারা এই অপরাধ করেছে তাদের জন্য পৃথিবীর আর কোনও শাস্তিই যথেষ্ট নয়। মৃত্যুই তাদের একমাত্র শাস্তি বলে দাবি প্রাক্তন ভারতীয় তারকার।

gautam gambhir 4

গম্ভীর নিজের টুইট বার্তায় বলেছেন, “<span;>কথায় আর যোগ্য শাস্তি হবে না। এইরকম পশুদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হবে আমাদের। যে ছেলেটি দ্বারকায় স্কুলছাত্রীর উপরে অ্যাসিড ছুড়েছে, তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত প্রশাসনের।’’

তার মতোই হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজের টুইট বার্তায় বলেছেন, “<span;>এ ঘটনা অসহনীয়। কি করে অপরাধীরা এত সাহস পায়? অপরাধীদের কড়া শাস্তি দিতে হবে। দিল্লির প্রতিটি মেয়ের সুরক্ষাপ্রদান করতে হবে আমাদের।”

এই ঘটনার পর দ্বারকার ডেপুটি পুলিশ সুপার হর্ষবর্ধন মান্ডবা জানিয়েছেন যে ১৪ তারিখ সকাল ৯টা নাগাদ ফোনে এই হামলার খবর পায় আসে। বাইক আরোহীরা অ্যাসিড ছুঁড়েই ঘটনাস্থল থেকে চম্পট দেন। ডিসিপি জানিয়েছেন আপাতত এই ঘটনার প্রেক্ষিতে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর