বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) গ্রেফতারিতে ধুন্ধুমার দশা বঙ্গে। রাতভর পাঁচ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর শনিবার সকালে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কৌস্তভ। পুলিশ সূত্রে খবর, হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।
কংগ্রেস নেতা গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছে গোটা রাজ্য। কংগ্রেস সহ কৌস্তভের পাশে দাঁড়িয়েছে বাম, বিজেপিও। নেতার গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)। এই আবহেই শনিবার কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly)। উত্তরে কী বললেন তিনি?
তরুণ কংগ্রেস নেতা তথা কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচির গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করলে তা এড়িয়ে যান বিচারপতি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি ইসুতেও কোনও কথা বলেননি বিচারপতি। দুর্নীতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিচারপতি বলেন, “এখানে কোর্ট চালাতে আসেননি।”
প্রসঙ্গত, এদিন পুরুলিয়া (Purulia) জেলা আদালতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধন করেন বিচারপতি। পিউরিফায়ারের উদ্বোধন করে পুরুলিয়া জেলা আদালতের নতুন ভবনে কাজ শুরু না হওয়া প্রসঙ্গেও মন্তব্য করেন বিচারপতি।
এই প্রসঙ্গে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন, “কিছু জিনিসপত্র আসার কথা রয়েছে। তাই এখনও শুরু করা যাচ্ছে না।” পাশাপাশি খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও এদিন পুরুলিয়ায় দাঁড়িয়ে আশ্বাস দেন বিচারপতি।