লোকসভার আগেই অবসরের সিদ্ধান্ত! ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কোন দলে যোগ দেবেন?

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)। বেজে গেছে ভোটের দামামা। আর এই আবহেই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভা ভোটের আগেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সূত্রের খবর, শীঘ্রই তিনি ইস্তফা দেবেন।

তাহলে কী তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন? এই বিষয়ে বিচারপতি বলেন, ‘যদি কোনো রাজনৈতিক দলে আমি যোগ দি তাহলে তারা বলবেন আমি প্রার্থী হব কী না। গণতান্ত্রিক নির্বাচনে আমি যেতেও পারি। অনেক রাজনৈতিক দল আছে। বাম, কংগ্রেস, বিজেপি আছে। ছোট ছোট দলও আছে। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই।’

আগামী মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বলে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর ‘বৃহত্তর ক্ষেত্রে’ নির্দিষ্টভাবে রাজনৈতিক ক্ষেত্রেই তিনি যেতে চলেছেন বলেও মন্তব্য করেছেন জাস্টিস গাঙ্গুলি।

বিচারপতি জানিয়েছেন, ‘তার হাতে যে ক’টি মামলা আছে, সোমবার সেগুলি তিনি ছেড়ে দেবেন। আর তার পরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। তবে হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত? বিচারপতির জবাব, ‘‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান জানিয়েছেন তারা, সেই আহ্বানেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

আরও পড়ুন: ‘প্রার্থী হতে পারব না কারণ…’, ২৪ ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন, চাপে BJP?

রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা করে বিচারপতি আরও বলেন, ‘বাংলায় দুরবস্থা চলছে। এক অপমানজনক অধ্যায় চলছে। বাঙালি হিসাবে এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। যারা শাসকের দায়িত্বে আছে তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা না থাকে।’

justice ganguly s

বিচারপতির আর্জি,’ আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে বলব।’’ উল্লেখ্য, আগামী অগস্ট মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের সময় ছিল। তবে তার আগে নিজেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর