টেট পরীক্ষা বন্ধ করার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! সোমবার পর্যন্ত দিলেন ডেডলাইন

বাংলাহান্ট ডেস্ক : আবারও একবার টেট পরীক্ষা (TET Exam 2022) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তিনি এদিন বলেন, ‘আগামী সোমবার পর্যন্ত পর্ষদের পদক্ষেপের জন্য অপেক্ষা করা হবে, হাইকোর্টের (Calcuta High Court) নির্দেশ কার্যকরী না হলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।’

৮২ নম্বর পেলেও পাশ করানো হচ্ছে না বলে দাবি করেছেন একাধিক মামলাকারী। ৭ নভেম্বর ২০১৭ সালের সংরক্ষিত বিভাগের ৮২ নম্বর পাওয়া প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে ঘোষনা করা হলেও, ২০১৪ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি পর্ষদ। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ২০১৪ সালের প্রার্থীরা। সেই মামলার শুনানিতেই হুঁশিয়ারির সুর শোনা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন পরিস্কার বুঝিয়ে দেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর তিনি অত্যন্ত ক্ষুব্ধ। বিচারপতি বলেন, ‘পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না।’ আদালত সূত্রে জানা যাচ্ছে, শুনানি চলাকালীন তিনি বলেছেন, ‘আমার আগের মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম নিয়োগে বাধা দেব না। কিন্তু এখন যদি দেখি পর্ষদ আইন না মেনে কাজ করছে তবে পরীক্ষা বন্ধ করে দেব।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই মামলাতে আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘যদি কোনও অভিযোগ বা মামলা হয়, তার বিচার চলতে পারে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার পক্ষে আমি নই। যদি না এমন কোনও খুব গুরুতর অভিযোগ সামনে আসে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ কিন্তু তার কয়েক দিনের মধ্যেই বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর