“আমার মুখ খোলাবেন না…”, টালিগঞ্জের স্টুডিও পাড়ার কোন্দলে রাজ্যকে তুলোধনা বিচারপতি অমৃতা সিনহার

Published on:

Published on:

Justice Amrita Sinha has scolded the state Calcutta High Court.

বাংলা হান্ট ডেস্ক: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় পরিচালকদের কাজ করতে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁরা যে মামলা করেছিলেন তার শুনানি হয় বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহার এজলাসে। সেই মামলায় গত ১৬ জুলাই এই বিষয়ে তথ্য সচিবের বৈঠকের সিদ্ধান্ত আদালতে জানাতে পারল না রাজ্য। শুধু তাই নয়, ফেডারেশনকে আলাদা করে ডেকে শুনানি করার বিষয়টিতে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এমতাবস্থায়, “কী করে তথ্য সংস্কৃতি সচিবের এত দুঃসাহস হয়?” সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

রাজ্যকে তুলোধনা বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহার:

বিচারপতি জানিয়েছেন, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন তথ্য সংস্কৃতি সচিব। প্রসঙ্গত উল্লেখ্য যে, টালিগঞ্জের পরিচালকদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়েছিল যে, ৭ জুলাই বৈঠকের নোটিস জারি করা হয়। যেটি সচিবের নেতৃত্বে সম্পন্ন হওয়ার কথা ছিল গত ১৬ জুলাই। এমতাবস্থায়, ওই বৈঠকে মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষকে ডাকার পাশাপাশি যাতে তাঁরা বক্তব্য রাখার সুযোগ পেতে পারেন সেই বিষয়ে নির্দেশ দেয় আদালত। এছাড়াও, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল পরিচালক এবং ফেডারেশনের বিরোধ আলোচনা করে সমাধান করতে।

Justice Amrita Sinha has scolded the state Calcutta High Court.

আদালতের (Calcutta High Court) সেই নির্দেশ অনুযায়ী পূর্বনির্ধারিত সময়সূচি মেনে, রাজ্যর তথ্য-সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর ডাকা বৈঠকে ১১ জন পরিচালক হাজির হয়েছিলেন। কিন্তু, রবীন্দ্রসদনে সম্পন্ন হওয়া ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এমতাবস্থায়, এক পক্ষ অনুপস্থিত থাকার কারণে ওই বৈঠকে সমস্ত শর্ত মানা হয়নি বলে অভিযোগ ওঠে আদালতে। আর এই কারণেই ক্ষুব্ধ হন বিচারপতি।

আরও পড়ুন: আর নয় বেশি অপেক্ষা! বুলেট ট্রেন নিয়ে বড়সড় সুখবর সামনে আনলেন স্বয়ং রেলমন্ত্রী

বিষয়টির পরিপ্রেক্ষিতে বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহা রাজ্যের কৌঁসুলি অনিন্দ্য মিত্রকে জানান, “আলাদা করে বৈঠক তাঁকে কে করতে বলেছে? ওই কারণেই বলা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের কথা। ৮ জুলাইয়ের নোটিসে রাজ্য জানায় সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক হবে। সেখানে সচিব কী করে এক পক্ষকে আলাদাভাবে ডাকে? এর পিছনে কিছু আছে একটা কিছু চলছে।”

আরও পড়ুন: হাতছাড়া করেছেন একাধিক সুযোগ ! ইংল্যান্ড সফরেই কেরিয়ারে “ফুলস্টপ” টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের?

তারপরেই বিচারপতি অমৃতা সিনহা তথ্য ও সংস্কৃতি সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ উপস্থাপিত করেন। এর পাশাপাশি তিনি রাজ্যের কৌঁসুলিকে কার্যত তিরস্কারের সুরে স্পষ্ট জানান, “পুরো ঘটনায় সচিবের ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। একজন সিনিয়র আইনজীবীকে দাঁড় করিয়ে কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে।” বিচারপতি আরও বলেন, “আমি জানি ঠিক কী চলছে। আমার মুখ খোলাবেন না। সচিব যা নোটিস দিয়েছেন এবং আদালতকে যা জানিয়েছেন তার উল্টো কাজ করেছেন।” এমতাবস্থায়, চলতি মাসেই সবপক্ষকে নিয়ে ফের বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতি। নির্ধারণ করে দেওয়া হয়েছে তারিখও। মূলত, আগামী ৩০ জুলাই সম্পন্ন হবে এই বৈঠক। তারপরে আগামী ৮ অগাস্ট আদালতে (Calcutta High Court) তথ্য সংস্কৃতি সচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।