‘ওনার স্বামীর বিরুদ্ধে..,’ বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে মামলা, কী নির্দেশ দিল হাইকোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বাংলার মাটিতে দাঁড়িয়ে চর্চিত নাম বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কড়া রায় দিয়েছেন তিনি। অপরাধ, দুর্নীতিকে রেয়াত নয়। বেআইনি নির্মাণ হোক কিংবা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, সর্বদাই কঠোর অবস্থান নিয়েছেন তিনি। তবে সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার বিচারপতি সিনহার বিরুদ্ধে করা সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে। এদিন দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সেই মামলায় তারা কোনও হস্তক্ষেপ করবেন না। মামলাটি পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে।

পুলিশ সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। বিচারপতি নিরপেক্ষ রায় দিতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেই মামলাকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

জনস্বার্থ মামলায় বলা হয়, বিচারপতির সিনহার স্বামীর বিরুদ্ধে একটি মামলায় পুলিশ তদন্ত শুরু করেছিল। পরবর্তীতে সেই মামলায় বিচারপতির নামও জড়িয়ে যায়। এই আবহে তার এজলাস থেকে পুলিশ সংক্রান্ত বিচারের দায়িত্ব সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল। যদিও আপাতত সেই সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেনি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

high court justice sinha

আরও পড়ুন: এখনই খুলছে না স্কুল! আরও একবার বাড়ল গরমের ছুটি, রাজ্য সরকারের লেটেস্ট আপডেট

প্রসঙ্গত, সম্প্রতি হাইকোর্টের বিচারপতিদের রস্টার বদলেছে। এতদিন পুরসভা সংক্রান্ত যাবতীয় মামলা শুনছিলেন বিচারপতি সিনহা। এখন তার এজলাসে গিয়েছে পুলিশি নিষ্ক্রিয়তা বা অতিসক্রিয়তা সংক্রান্ত মামলা। গ্রীষ্মকালীন ছুটির পর থেকে সেই সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অমৃতা সিনহা। এতদিন সেই সংক্রান্ত মামলা শুনছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর